শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ

এবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হল। জানা গিয়েছে, বিধায়ক কৃষ্ণ কল্যানী,সৌমেন রায়, বিশ্বজিৎ দাস ,তন্ময় ঘোষের আনা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে…

এবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হল। জানা গিয়েছে, বিধায়ক কৃষ্ণ কল্যানী,সৌমেন রায়, বিশ্বজিৎ দাস ,তন্ময় ঘোষের আনা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ গৃহীত হওয়ার কথা সদনে জানিয়েছেন অধ্যক্ষ।

অধ্যক্ষ জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখবে প্রিভিলেজ কমিটি। এই ঘটনায় বিজেপি প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে, অভিযোগের কোনও সত্যতা নেই।

বিধানসভার অধিবেশন বারবার ওয়াকআউট করেছে বিজেপি। বিধানসভার বাইরেই শুভেন্দুর নেতৃত্বে বারবার বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী আয়করের ভয় দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন একদা বিজেপি নেতা কৃষ্ণ কল্যাণী। যদিও সাম্প্রতিক সময়ে পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন তিনি। কৃষ্ণ কল্যাণী বলেন, ‘আমরা কয়েক জন নতুন বিধায়ক। আমাদের শিখতে হবে তো। বিরোধী দলনেতা হুমকি দিয়ে গেলেন, কাল ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেওয়া হবে।’