লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে বাংলায় প্রচারে ঝড় তুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লোকসভা ভোটের আগে মোদীর টার্গেট বাংলা। এদিকে আজ শনিবার কৃষ্ণনগরের বুকে দাঁড়িয়ে বড় মন্তব্য করেছেন। ‘মোদী মোদী’ স্লোগানে মুখরিত কৃষ্ণনগরের মানুষজন।
এদিন তৃণমূলের বঞ্চনার অভিযোগ খারিজ করে দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘আগামী দিনে আরো আত্মনির্ভর হবে বাংলা। বিদ্যুৎ, সড়ক, রেলপথে আধুনিকীকরণ হবে। বাংলার জনজীবন আরো সহজ হবে। ১০ বছরে বাংলা এত পিছিয়ে পড়ল কেন? এতকিছু দিয়েছে কেন্দ্র তাও কিছু হয়নি বাংলায়। ১০ বছরে বাংলার জন্য অনেক কিছু বরাদ্দ করেছিল কেন্দ্র তবুও কিছুই হয়নি।’
এদিন কৃষ্ণনগরের সভা থেকে মোদী জানান, ‘বাংলায় কর্মসংস্থান আরো বাড়বে। স্বাধীনতার পর বাংলায় রেলের উন্নয়ন হয়নি।’ এদিন বাংলায় অভিবাদন জানিয়ে ভাষণ শুরু করেন মোদী। তিনি বলেন, ‘এইবার এনডিএ সরকার ৪০০ পার। বাংলার উন্নয়নে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তৃণমূল সরকার বাংলার মানুষকে নিরাশ করেছে। তৃণমূল মানেই দুর্নীতি, পরিবারবাদ। মানুষের আস্থার মর্যাদা দিতে পারেনি তৃণমূল। তৃণমূল মানেই বিশ্বাসঘাতক। তৃণমূল জমানায় তোলাবাজ, দুর্নীতিবাজদের দাপট চরমে।’
,