Loksabha Election: হুগলীতে রচনা বনাম লকেট, প্রেস্টিজ ফাইট বিজেপি-তৃণমূলের

  সকল অপেক্ষার অবসান ঘটিয়ে লোকসভা ভোটের (Loksabha Election) জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আজ রবিবার ব্রিগেড থেকে তৃণমূল প্রার্থী ঘোষণা করে। ছিল বিরাট…

Loksabha Election: হুগলীতে রচনা বনাম লকেট, প্রেস্টিজ ফাইট বিজেপি-তৃণমূলের

 

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে লোকসভা ভোটের (Loksabha Election) জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আজ রবিবার ব্রিগেড থেকে তৃণমূল প্রার্থী ঘোষণা করে। ছিল বিরাট চমক। এবারে প্রথমবারের মতো লোকসভা ভোটে তৃণমূলের তরফে প্রার্থী করা হল বাংলার আরেক ‘দিদি’ হিসেবে খ্যাত রচনা ব্যানার্জিকে (Rachana Banerjee)।

জল্পনা ছিলই যে এবারে হয়তো লোকসভা ভোটের টিকিট পেতে পারেন রচনা। আর এবার জল্পনাই সত্যি হয়েছে। ২০২৪ সালের লোকসভা ভোটে হুগলী লোকসভা আসন থেকে লড়বেন রচনা। এদিকে এই কেন্দ্রেই আবার বিজেপির হয়ে লড়বেন লকেট চ্যাটার্জী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, হুগলীতে এবারের লোকসভা নির্বাচনে প্রেস্টিজ ফাইট হবে শাসক দল এবং বিজেপির। দুজনেই রুপোলি পর্দার তারকা। সারা রাজ্য ও দেশের নজর থাকবে এই কেন্দ্রের দিকে। কারণ এখানে সম্মুখ সমরে রয়েছেন টলিউডের দুই জনপ্রিয় তারকা।

Advertisements

বিগত ২০১৯ সালে হুগলী হাতছাড়া হয়েছিল ঘাসফুল শিবিরের। সেখানে এবারে রচনাকে হুগলী কেন্দ্রে দাঁড় করিয়ে হারানো জমি ফিরে পেতে চাইবে তৃণমূল। কারণ বাংলার ঘরে ঘরে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন শাসক শিবির। অন্যদিকে বিজেপির হয়ে এই কেন্দ্রে লকেট চ্যাটার্জী ফের জিততে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।