ভারতের বাজারে আসতে চলছে Samsung ‘A’ সিরিজের দুটি ফোন

স্যামসং এ (Samsung ‘A’) সিরিজের দুটি ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আগামী ১১ই মার্চ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুয়ায়ী স্যামসং গ্যালাক্সি এ সিরিজের এ…

Samsung-Galaxy-A35

স্যামসং এ (Samsung ‘A’) সিরিজের দুটি ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আগামী ১১ই মার্চ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুয়ায়ী স্যামসং গ্যালাক্সি এ সিরিজের এ ৫৫ ৫জি এবং স্যামসং গ্যালাক্সি এ ৩৫ এই দুটি ফোন। ফোন দুটির আনুমানিক দাম হতে পারে ৪৩,১০০ এবং ৩৪,১০০।

এই দুটি ফোনের সম্ভাব্য ফিচার-

১) জানা গিয়েছে যে এ ৫৫ ৫জি ফোনের আনুমানিক ডিসপ্লে ৬.৫ এবং এই ফোনের ১২০ হার্জ রিফ্রেস রেট থাকবে। অন্যদিনে এ ৩৫ ৫জি ফোনের ডিসপ্লে ৬.৫ হতে পারে। প্রতিটি ফোনের রিফ্রেশ রেট ১২০ হাটর্জ হওয়ার সম্ভবনা। সঙ্গে থাকতে পারে গোরিলা গ্লাস ভিকটাস প্রকোটেশন।

২) দুটি ফোনেই ৫০০০ হাজার এমএএইচ ব্যাটারি হওয়ার সম্ভবনা। সঙ্গে থাকতে পারে ২৫ ওয়াট ফাস্ট চার্জের সাপোর্ট।

৩) আইপি ৬৭ এর প্রকোটেশন থাকবে জল এবং ধূলো্র সঙ্গে মোকাবিলা করার জন্য।

৪)স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে সংস্থার নিজস্ব এক্সিনক্স ১৪৮০ প্রসেসর থাকতে পারে। আবার অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে এক্সিনক্স ১৩৮০ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এই দুই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড অয়ান ইউ আই ৬.১ এর সাপোর্টে।

৫) এ ৫৫ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সলের ক্যামেরা থাকতে পারে এবং ৩২ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা এবং এ ৩৫ ৫জি ফোনে সম্ভবত ৫০ মেগাপিক্সলের ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা থাকার কথা।