MR Dealers: রাজ্য সরকার চোর, বিস্ফোরক দাবি রেশন ডিলারদের

West Bengal MR Dealers Association

আগে আমরা চুরি করতাম। চুরির ভাগ দিতাম খাদ্য দফতরকে। এখন আর আমরা চুরি করি না। রাজ্য সরকার চুরি করে। মঙ্গলবার ডেপুটেশন জমা দিতে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন রেশন ডিলাররা (MR Dealers)। রাজ্য সরকারকে চোর বলে কটাক্ষ করেন ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি।

মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৪ দফা দাবিতে বনগাঁ মহকুমা খাদ্য দফতরের আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন রেশন ডিলাররা। মহকুমা খাদ্য দফতরের সামনে বিক্ষোভ দেখান রেশ ডিলাররা। তাঁদের বক্তব্য, আগে আমরা চুরি করতাম। চুরির ভাগ দিতাম খাদ্য দফতরকে। এখন আর আমরা চুরি করি না। রাজ্য সরকারই চুরি করে।

   

রেশন ডিলারদের দাবি, বায়োমেট্রিকে নাম থাকা সত্ত্বেও কীভাবে লাল দেখায়? কোথায় যাচ্ছে খাদ্য সামগ্রী? যদিও এবিষয়ে কিছু বলতে চাননি খাদ্য দফতরের আধিকারিক।

বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপি তরজা। রেশন ডিলাররা বাম আমলে দুর্নীতির কথা বলছে দাবি তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। তাদের বক্তব্য, আলিবাবা চল্লিশ চোরের দল তৃণমূল। এমআর ডিলাররা রাজ্য সরকারের অঙ্গ। এখন তাঁরাই বলছে চুরি হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন