HomeWest BengalNorth BengalSSC Scam: গ্রেফতারির সম্ভাবনা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর, তৃণমূল বলছে 'পচা আলু'

SSC Scam: গ্রেফতারির সম্ভাবনা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর, তৃণমূল বলছে ‘পচা আলু’

- Advertisement -

আইনি বিষয়ে আমরা নেই। আইন চলবে আইনের মতো। এমনই যুক্তি কোচবিহার জেলা তৃণমূল নেতাদের। প্রাক্তন মন্ত্রী ও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী থেকে তারা দূরত্ব রাখছেন। সূত্রের খবর, কালীঘাট থেকে নির্দেশ তেমনই। শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) আগেই জড়িয়েছেন পরেশ অধিকারী। সিপিআই তদন্তের চার্জ শিটে তার নাম আছে। ফলে যে কোনও সময় তাকে গ্রেফতার করতে পারে সিবিআই। পরিস্থিতি বুঝে পরেশকে দূরে ঠেলতে শুরু করল তৃণমূল।

শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে পরেশ কন্যার বেআইনি চাকরি চলে গেছে। তিনি এখন জেলার তৃণমূল নেত্রী। আর মন্ত্রীত্ব হারিয়ে জেলায় ফিরে পরেশ মেখলিগঞ্জেই রাজনীতিতে মগ্ন। দুর্নীতির তদন্তে কন্যার নাম যখন চর্চিত ছিল তখন জেরায় হাজিরা না দিয়ে তিনি নিজ কন্যাসহ ট্রেন থেকে পালিয়েছিলেন। নিউজলপাইগুড়ি থেকে বর্ধমান পৌঁছেই তিনি পালিয়েছিলেন। পরে অনেক কাঠখড় পুড়িয়ে তিনি আইনি সাহায্য নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন।

   

পরেশ অধিকারী মেখলিগঞ্জে ফেরার পর তৃ়নমূল তাঁকে নায়কোচিত বরণ করেছিল। এখন চার্জশিটে নাম আসার পর তিনি দলীয় নেতাদের কাছে ‘পচা আলু’ বলে চিহ্নিত। তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের বক্তব্য, ‘আইন আইনের পথে চলবে।কেউ ব্যক্তিগতভাবে কোনও অপরাধ করলে দল তার দায়িত্ব নেবে না।’

রাজ্যে বাম জমানায় পরেশ অধিকারী ছিলেন বাম শিবিরে। ফরওয়ার্ড ব্লক নেতা। এই দলের হয়ে মেখলিগঞ্জের বিধায়ক হন। পরে বাম জমানা শেষ হল্ট তিনি তৃণমূলে নাম লেখান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular