Jangalmahal: দিদির সভায় লক্ষ পূরণের লক্ষ্যে মরিয়া জেলা নেতৃত্ব

চলতি মাসের শেষেই জঙ্গলমহল সফরে বের হবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার জেলায় সভা করার কথা রয়েছে মমতা…

mamata banerjee

চলতি মাসের শেষেই জঙ্গলমহল সফরে বের হবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার জেলায় সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনে দলের যে হাওয়া তা পুর নির্বাচনের বদলে গেছে, সেটা নেত্রীর সামনে প্রমাণ রাখতে চান জেলার নেতারা। তাই জেলা জুড়ে চলছে জোর কদমে প্রস্তুতি।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে পুরুলিয়ায় রাজনৈতিক বদল ঘটতে শুরু করেছিল৷ এরপর বাংলা থেকে বিজেপির ১৮ টি আসনের মধ্যে মুখ্য ভূমিকা ছিল জঙ্গলমহলের মানুষের। আবার বিধানসভা নির্বাচনেও একাধিক আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। কয়েকটি আসনে লড়াই হয়েছে নেক টু নেক। পুরভোটে সেটা অনেকটাই ফিরে পেতে শুরু করেছে তৃণমূল।

শোনা যাচ্ছে, পুরভোটে দলের কামব্যাক মানেই সভা সমাবেশে লোক ভরে যাবে এটা ভেবে হাত গুটিয়ে বসে থাকছেন না জেলার নেতারা। কর্মীদের ফিরিয়ে আনতে চলছে জোর প্রস্তুতি সভা। দলের মধ্যে একাধিক গোষ্ঠি থাকলেও, দূরত্ব মিটিয়ে এখন একজোট হয়ে মাঠে নেমেছেন সকলেই।

বাঁকুড়ার বড়জোড়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, মেজিয়া থেকে শুরু করে পুরুলিয়ার রঘুনাথপুর, নিতুড়িয়া, সাঁতুড়ি একেবারে কাশীপুর অবধি চলছে জোর কদমে প্রস্তুতি সভা। শান্তিরাম মাহাতো, গুরুপদ টুডু, সন্ধ্যারানী টুডুরা ঘুরে বেড়াচ্ছেন জেলার দিকে দিকে। এবিষয়ে তৃণমূলের নেতাদের বক্তব্য, শুধুমাত্র নেত্রীর সভার জন্য নয়, কর্মীদের মনের কথা শোনার জন্যও এই প্রস্তুতি সভা। তবে সভায় লক্ষাধিক লোকের জমায়েত করানো তাদের প্রধান লক্ষ্য।