ইডির পাল্টা এবার হাইকোর্টে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের পরিবার, শুক্রেই মেগা শুনানি!

Pratik Jain moves to Calcutta High Court

আইপ্যাক (I-PAC) দফতরে ইডি হানা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হস্তক্ষেপ’ নিয়ে এবার রণক্ষেত্র হতে চলেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারের নজিরবিহীন নাটকীয়তার পর শুক্রবার হাইকোর্টে মুখোমুখি হতে চলেছে দুই পক্ষই। একদিকে ইডি যখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘নথি ছিনতাই’-এর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে, ঠিক তখনই কেন্দ্রীয় সংস্থার অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে পালটা মামলা দায়ের করল প্রতীক জৈনের পরিবার।

মুখোমুখি দুই মামলা

বৃহস্পতিবার সকালে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের আবাসে ইডি হানা দিলে সেখানে সশরীরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল উদ্ধার করে নিজের গাড়িতে তুলে নিয়ে যান। ইডির দাবি, মুখ্যমন্ত্রী সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে তদন্তে বাধা দিয়েছেন এবং ডিজিটাল তথ্যপ্রমাণ ‘জোরপূর্বক’ ছিনিয়ে নিয়েছেন। এই মর্মে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি পেয়েছে ইডি।

   

অন্যদিকে, প্রতীক জৈনের পরিবারও ইডির এই তল্লাশি অভিযানের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই হেনস্থা করা হচ্ছে। বিচারপতি শুভ্রা ঘোষ প্রতীক জৈনের পরিবারকেও মামলা করার অনুমতি দিয়েছেন। শুক্রবার একই বেঞ্চে এই দুই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক না কি প্রশাসনিক সংঘাত?  Pratik Jain moves to Calcutta High Court

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কয়লা পাচার মামলার নাম করে আসলে তৃণমূলের নির্বাচনী রণকৌশল এবং গোপন নথি হাতিয়ে নিতে চাইছে ইডি। তাঁর দাবি, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। পালটা ইডি জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দিল্লি ও কলকাতার ১০টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে এবং এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।

এখন দেখার, শুক্রবার হাইকোর্টের শুনানিতে আদালত মমতার এই ‘অপারেশন উদ্ধার’-কে কীভাবে দেখে এবং প্রতীক জৈনের পরিবারের আনা অভিযোগের ভিত্তিতে ইডি-কে কোনো কড়া প্রশ্নের মুখে পড়তে হয় কি না।

West Bengal: The Calcutta High Court is set for a massive showdown as the ED and Pratik Jain’s family filed cross-lawsuits. While the ED accused CM Mamata Banerjee of snatching evidence, the family challenged the raid’s legality. Friday hearing is crucial.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন