Prabir Ghosh: বুজরুকদের আতঙ্ক যুক্তিবাদী প্রবীর ঘোষ প্রয়াত

Prabir Ghosh: বুজরুকদের আতঙ্ক যুক্তিবাদী প্রবীর ঘোষ প্রয়াত

Prabir Ghosh, rationalist leader and activist

দশকের পর দশক চরম আক্রমণ করে গেছেন বুজরুকদের। অলৌকিক শক্তির নামে জনসাধারণকে ঠকানোর চেষ্টাকে যুক্তিবাদ দিয়ে খণ্ডন করেছেন। বুজরুকবাদদের কাছে আতঙ্কের নাম প্রবীর ঘোষ। এহেন যুক্তিবাদী ব্যক্তিত্বের প্রয়াণ হলো।

যুক্তিবাদী প্রবীর ঘোষের জীবনাবসান। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি ( Science and Rationalists association of india)- এর সভাপতি শপ্রবীর ঘোষ দমদম মতিঝিলের ফ্ল্যাটে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

   
Advertisements

যুক্তি দিয়ে বিচার ও সেই বিচার থেকে ধাপ্পাবাজি, অলৌকিক ধারণাকে বারবার আঘাত করে তার চরিত্র সবার সামনে আনা ব্যক্তি ছিলেন প্রবীর ঘোষ। তিনি একাধারে যে কোনও ধর্মীয় মৌলবাদের বিপক্ষে গড়ে তুলেছিলেন বিজ্ঞান ও যুক্তিবাদের দর্শনে লড়াই। বিতর্কিত ব্যক্তি প্রবীর ঘোষ। তাঁর মৃত্যু কামনা করে বারবার উল্লসিত হয়েছে বুজরুকবাজরা। তিনি প্রয়াত। অভিযোগ তাঁর তৈরি সংগঠনের মধ্যেও তৈরি হয়েছে বিস্তর দ্বন্দ্ব। এবার তাঁকে ছাড়া পরবর্তী লড়াই চলবে বলে জানিয়েছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি।

 


For more updates, follow Kolkata24x7 on Facebook, Twitter, Instagram, Youtube; join our community on Whatsapp