Post Poll Violance: ভয়ঙ্কর কাণ্ড সোনারপুরে! স্ত্রী,পুত্র সহ বিজেপি কর্মী কে কোপালো দুষ্কৃতীরা

শনিবার ভোরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হল বিজেপি কর্মীর স্ত্রী ও পুত্রকে (Post Poll Violance)। ঘটনাটি ঘটেছে সোনারপুরের চৌহাটি এলাকায়। গুরুতর জখম হওয়ায় তাদের প্রথমে…

শনিবার ভোরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হল বিজেপি কর্মীর স্ত্রী ও পুত্রকে (Post Poll Violance)। ঘটনাটি ঘটেছে সোনারপুরের চৌহাটি এলাকায়। গুরুতর জখম হওয়ায় তাদের প্রথমে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে (Post Poll Violance)। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে।

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি (Post Poll Violance)। এই ঘটনায় অভিযুক্ত অর্চন ভট্টাচার্য নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সাথে সেই হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট হতে দেখা গিয়েছিল গোবিন্দ অধিকারীকে।

   

মমতার আদরের ‘জল’শোভনই আবার ফিরছেন কলকাতার মেয়র হয়ে ?

স্থানীও সূত্রে জানা যায় গোবিন্দ অধিকারী নামে এক ব্যক্তির বাড়িতে শনিবার ভোর ৩টের পর দুষ্কৃতীরা চড়াও হয়। বাড়িতে ঐদিন ছিলেন তিনি, তাঁর স্ত্রী, পুত্র ও কন্যা। বাড়িতে প্রবেশ করেই তারা ধারাল অস্ত্র দিয়ে কোপায় তাঁকে, তাঁর স্ত্রীকে এবং পুত্রকে (Post Poll Violance)। তবে তাঁর কন্যার উপর কোন রখম হামলা হয়নি বলেই জানা যায়। পুলিশের অনুমান এটি একটি পারিবারিক গোলমাল। যেখানে কুকুর মারাকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটছে।

মমতার মেয়ের তাক লাগানো কীর্তি, তুচ্ছ রোদ-জল-ঝড়

এই ঘটনায় মুখ খুলেছেন স্থানীয় বিজেপি নেতা দেবনাথ চক্রবর্তী। তিনি বলেন, একটি কুকুর মারাকে কেন্দ্র করে বড় সমস্যা তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনের আগে। যা থানাপুলিশ পর্যন্ত গড়িয়েছিল। এর পরেই যে অশান্তি তৈরি হয়েছিল সেখানে তৃণমূলের দুষ্কৃতিরা দেখে নেওয়ার হুমকি দিয়েছিল আক্রান্ত গোবিন্দকে।

তবে এই অভিযোগ উড়িয়ে এলাকার তৃণমূল কাউন্সিলর রাজীব পুরোহিত বলেন, আমরা খুব শান্তিপূর্ণ এলাকায় বাস করি। ঘটনাটি দুটি পরিবারের দ্বন্দ্ব, এর সাথে কোনরকম রাজনীতির যোগ নেই।