Malda: মন্ত্রীর নামেই ‘অশ্লীল পোস্ট’, ক্ষুব্ধ সাবিনা ইয়াসমিনের নিশানায় বিজেপি

সোশ্যাল মিডিয়ার যুব তৃণমূলের পেজে নিজের নামের সাথে অশালীন পোস্ট দেখে ক্ষুব্ধ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। মালদা (Malda)সরগরম। ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাবিনা…

TMC Leader Sabina Yasmin

সোশ্যাল মিডিয়ার যুব তৃণমূলের পেজে নিজের নামের সাথে অশালীন পোস্ট দেখে ক্ষুব্ধ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। মালদা (Malda)সরগরম।

ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছেন এটি বিরোধীদের চক্রান্ত। অবাক লাগছে আমার ছবি ব্যবহার করে প্রোফাইল বানানো হচ্ছে। যুব তৃণমূল কংগ্রেস নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে আর সেখানে একটি বাজে লিঙ্ক পোস্ট করা হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি যারা এ ধরনের নোংরা রাজনীতি করছে আজকের দিনে। লড়তে হলে সামনা সামনি লড়ুন। আমরা মনে করছি এটা বিরোধীরা করছে। আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বিজেপি এই নোংরা কাজকর্ম করছে। এরকমভাবে ফেসবুকের অপব্যবহার করছে বিজেপি।

স্থানীয় বিজেপি নেতা বলছেন আমরা দেখলাম তৃণমূল যুব কংগ্রেসের পেজ থেকে এই নোংরা ভিডিও পোস্ট করা হয়েছে। এতে তৃণমূল যুব কংগ্রেসের নোংরা মানসিকতার প্রকাশ পেয়েছে। এরকম একটা পেজ যেখানে মন্ত্রী ছবি দেওয়া আছে সেই পেজটা তৃণমূল যুব কংগ্রেসের কেউই চালায়। এ কার যারা করেছে তারা পার্টির মধ্যেই আছে। অন্যদের নামে বেকার দোষ দিয়ে লাভ নেই। নোংরা মানসিকতা সম্পন্ন কিছু ছেলে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের দ্বারা এটা পোস্ট করা হয়েছে।

শুক্রবার থেকেই শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলায়। মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছেন এটি বিরোধীদের চক্রান্ত। ফেসবুক পেজটি রয়েছে “মোথাবাড়ি তৃণমূল যুব কংগ্রেস” নামে। এই ফেসবুক পেজ থেকে শুক্রবার এবং শনিবার এমন একাধিক পোস্ট করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মোথাবাড়ি এলাকায়। কে বা কারা এই কাজ করল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের পালা। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন কালিয়াচকের ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান । কালিয়াচক থানায় দায়ের হয়েছে অভিযোগ ।