Municipal Election: বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর, রাজনৈতিক সংঘর্ষে ধুন্ধুমার খড়গপুর

পুরভোটকে কেন্দ্র করে তপ্ত বঙ্গ রাজনীতি। রবিবাসরীয় সকাল থেকে ভোট শুরু হতেই একাধিক জায়গা থেকে বিক্ষোভের খবর উঠে আসছে। তেমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরে।…

Municipal Election: বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর, রাজনৈতিক সংঘর্ষে ধুন্ধুমার খড়গপুর

পুরভোটকে কেন্দ্র করে তপ্ত বঙ্গ রাজনীতি। রবিবাসরীয় সকাল থেকে ভোট শুরু হতেই একাধিক জায়গা থেকে বিক্ষোভের খবর উঠে আসছে। তেমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক পৌরসভা এলাকা থেকে বিভিন্ন উত্তেজনার ছবি উঠে আসছে। এবার বিজেপি মহিলা প্রার্থীকে মারধরের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো খড়গপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের খিদিরপুর প্রাইমারি স্কুলের সামনে।

এ বিষয়ে বিজেপি প্রার্থী মৌসুমী দাসের অভিযোগ, সদ্য তৃণমূলে যোগ দেওয়া বেবি কোলের সঙ্গে তাঁর বচসা বাঁধে। এরপর তাকে মারধরের পাশাপাশি শাড়ি ছেঁড়ার অভিযোগ ওঠে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি প্রার্থী সহ কর্মী সমর্থকরা মিছিল করে তীব্র প্রতিবাদ জানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর মহাকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে হাটিয়ে দেয়। যদিও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Advertisements

অন্যদিকে তৃণমূল এবং কংগ্রেস কর্মী সমর্থক ও প্রার্থীদের মধ্যে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের ট্রাফিক স্কুলে। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তৃণমূল প্রার্থী সহ বেশ কয়েকজন তাঁকে ফেলে মারধর করেছে। অন্যদিকে তৃণমূল প্রার্থী হায়দার আলীর অভিযোগ তাঁকেও মারধর করা হয়েছে।মারধর এবং পাল্টা মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায় ট্রাফিক স্কুলে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। পরে এলাকার ভিড় সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।