ভয়াবহ পথ দুর্ঘটনার বলি গোয়েন্দা বিভাগে কর্মরত কর্মীর, ঘনাচ্ছে রহস্য

মর্মান্তিক ঘটনা ঘটল ব্যারাকপুরে (Barrackpore)। এবার ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হতে হল ১ পুলিশ কর্মীকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে বাবনপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায়…

ভয়াবহ পথ দুর্ঘটনার বলি গোয়েন্দা বিভাগে কর্মরত কর্মীর, ঘনাচ্ছে রহস্য

মর্মান্তিক ঘটনা ঘটল ব্যারাকপুরে (Barrackpore)। এবার ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হতে হল ১ পুলিশ কর্মীকে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে বাবনপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কর্মরত ইছাপুরের বাসিন্দা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর উজ্জ্বল ভট্টাচার্যের। এদিন রাত সাড়ে বারোটা নাগাদ পথ দুর্ঘটনা ঘটে। এদিকে দুঘটনার খবর পেয়ে, টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Advertisements

যদিও এহেন ঘটনার পেছনে রহস্যের গন্ধ পাচ্ছেন তদন্তকারী অফিসাররা। জোর কদমে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। টিটাগড় থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই ঘাতক লরির চালক এখনও অবধি পলাতক। এহেন ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।