MS Dhoni: জানেন ধোনি কেন পরেন ৭ নম্বর জার্সি

বাইশ গজের জাদুকর তিনি (MS Dhoni)। যখন থেকে দেশের হয়ে খেলতেন, তখন থেকেই তাঁর জার্সি নম্বর ৭। আইপিএলেও তা বজায় রয়েছে। জেনে নিন কেন মহেন্দ্র…

Chennai Super Kings are under pressure before the IPL because of Dhoni

বাইশ গজের জাদুকর তিনি (MS Dhoni)। যখন থেকে দেশের হয়ে খেলতেন, তখন থেকেই তাঁর জার্সি নম্বর ৭। আইপিএলেও তা বজায় রয়েছে। জেনে নিন কেন মহেন্দ্র সিং ধোনি পরেন ৭ নম্বর জার্সি। চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্টস প্রকাশিত একটি ভিডিয়োয় সেই রহস্য ফ্যানস করেছেন তিনি। 

“অনেকেই আগে ভাবত যে সাত আমার পয়া সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা বেছে নিয়েছি একটা সাধারণ কারণের জন্যে। আমার জন্ম ৭ জুলাই। তাই এটি সপ্তম মাসের সপ্তম দিন। এটাই আসল কারণ।”-জানিয়েছেন ধোনি। ধোনি আরও বলেন, “কোনটা ভাল সংখ্যা সেই বিষয়ে আলোচনা না করে আমি ঠিক করেছিলাম নিজের জন্মদিনকেই ব্যবহার করব। তার পর থেকে যত বারই আমাকে এ ব্যাপারে কেউ জিজ্ঞাসা করেছে, আমি কিছু না কিছু যোগ করেছি। ’৮১ সালে জন্ম আমার। ৮ থেকে ১ বাদ দিলেও সাত হচ্ছে। সেটাও বলি। অনেকেই আমাকে বলেছেন ৭ নাকি নিরপেক্ষ সংখ্যা। অর্থাৎ, এটা আমার জন্যে কাজ না করলেও কখনও বিপক্ষে যাবে না।” তাঁর কথায়, সংখ্যা নিয়ে কোনও কুসংস্কার নেই তাঁর।

তবে এই সংখ্যা তাঁর হৃদয়ের খুবই কাছাকাছি বলে জানিয়েছেন তিনি। তাই এত বছর ধরে জার্সির পিছনে এই সংখ্যা পরে এসেছেন।