কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সোমবার সকালে পুলিশের উপস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের বাইরে একাধিক পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ সকাল থেকেই ক্যাম্পাসের ভিতরে-বাইরে পুলিশ কর্মীদের আসা যাওয়া শুরু হয়৷ ২০১৪ সালে ‘হোক কলরব’ আন্দোলনের পর থেকে সাধারণত উপাচার্যের অনুমতি ছাড়া পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে না। তবে এদিন কেন ক্যাম্পাসের ভিতরে পুলিশের এই বিশাল উপস্থিতি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের বৈঠক হওয়ার কথা ছিল। তার আগে, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে প্রচণ্ড বিক্ষোভ দেখা যায় যাদবপুর ক্যাম্পাসে। কোনওভাবে তিনি ভিতরে প্রবেশ করতে পারলেও, তাঁর ঘরের বাইরে বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা বসে পড়েন। এরপরই সাদা পোশাকে পুলিশ ঢুকেছে বলে অভিযোগ তোলেন পড়ুয়ারা। এমনকি, ওমপ্রকাশ মিশ্রের ঘরের ভেতরেও পুলিশ প্রবেশ করে বলে দাবি তাদের।
পড়ুয়ারা অভিযোগ করে বলেন, “আমরা পুলিশ ডাকিনি, তাহলে পুলিশ কেন এসেছে? যারা পুলিশ ডাকছে, তারা কি নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে? হয়তো তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে।” পুলিশ ক্যাম্পাসে কিভাবে প্রবেশ করল, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
পুলিশের উপস্থিতি নিয়ে অভিযোগ জানাতে সহ উপাচার্যের কাছে যান পড়ুয়ারা। সহ উপাচার্য জানান, তিনি জানেন না কে পুলিশ ঢুকিয়েছে। ওমপ্রকাশ মিশ্রও বলেন, “পুলিশ কেন এল, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”
উল্লেখ্য, ২০১৫ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের প্রতিবাদী অবস্থানে থাকার সময়, পুলিশকে কেন্দ্র করে বেশ বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল। ওই সময় যাদবপুর থানার পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রছাত্রীদের চ্যাংদোলা করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে, যা দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদের ঝড় তুলেছিল।
এখন আবারও ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি নিয়ে উত্তেজনা বাড়ছে। এসএফআই (সোশ্যালিস্ট স্টুডেন্টস ফেডারেশন) দাবি করছে, শাসক দল ক্যাম্পাসে কোনও বড় ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে।