Tuesday, October 14, 2025
HomeWest BengalAnubrata Mondal: কেষ্টর মামলা লড়তে টাকা দিচ্ছে অফিসার, ইডির নজরে বীরভূমের থানা

Anubrata Mondal: কেষ্টর মামলা লড়তে টাকা দিচ্ছে অফিসার, ইডির নজরে বীরভূমের থানা

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠদের আর্থিক লেনদেনের কড়া নজর রাখছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক অ্যাকাউন্ট। অনুব্রতর মামলা লড়তে দুঁদে আইনজীবীদের টাকা মেটানো নিয়ে ইডির সন্দেহ তীব্র। সূত্রের খবর এক পুলিশ অফিসারের খোঁজ পেয়েছে ইডি।

Advertisements

ইডি সূত্রে খবর, ওই পুলিশ অফিসারের মাধ্যমে মামলা লড়াইয়ের জন্য টাকা আসছে। খরচ হওয়া সেই টাকার পরিমাণ ১৫ থেকে ২০ কোটি টাকা বলে মনে করা হচ্ছে।তদন্তে উঠে এসেছে গোরু পাচারের বিশাল টাকা এখনও ওই পুলিশ অফিসারের কাছে আছে। সেই টাকা থেকেই কেষ্টর হয়ে কেস লড়তে টাকা জোগাচ্ছেন পুলিশ অফিসার!

Advertisements

সূত্রের খবর, গোরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হককে জিজ্ঞাসাবাদ করে এই পুলিশ অফিসার সম্পর্কে জানা গেছে। সেক্ষেত্রে ওই অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী সংস্থা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments