HomeWest BengalEgra Blast: এগরা বিস্ফোরণ ঘটনায় পলাতক তৃ়ণমূল নেতাকে খুঁজে পাচ্ছেনা পুলিশ

Egra Blast: এগরা বিস্ফোরণ ঘটনায় পলাতক তৃ়ণমূল নেতাকে খুঁজে পাচ্ছেনা পুলিশ

এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় মৃত্যু হয়েছে ৯ জনের। জখম আরও ৪।

- Advertisement -

এগরা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার ২। ধৃতদের বিরুদ্ধে বারুদ মজুতের অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ এখনও পলাতক।

ইতিমধ্যে তার খোঁজে ওড়িশায় গিয়েছে পূর্ব মেদিনীপুর পুলিশের টিম। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে কৃষ্ণপদ বাগের খোঁজ চালাচ্ছে পুলিশ।

   

এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় মৃত্যু হয়েছে ৯ জনের। জখম আরও ৪। তাঁদের মধ্যে দুজন কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, তদন্তে করতে নেমেছে সিআইডি। ঘটনাস্থলে পৌঁছছে ফরেনসিক টিম, ডগ স্কোয়াড। এরমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এদিকে রাজ্যের তরফে বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিশেষ এফআইআর করেছে রাজ্য।

২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। অভিযোগ, তাঁরা কারখানায় বারুদ মজুত করত। বিস্ফোরণের পর পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে। আরও ৪ জনকে আটক করে জেরা করা হচ্ছে। তবে মূল পাণ্ডা কৃষ্ণপদ বাগ পলাতক।

সূত্রের খবর, ওড়িশায় গা ঢাকা দিয়েছেন তিনি। এদিকে আইসিকে শোকজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular