ভাঙড়: ভাঙড়ের পোলেরহাটে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র৷ পুলিশের ওপর হামলা৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাটাপুকুরের জমি নিয়ে রসিদ মোল্লা, নাসিরুদ্দিন মোল্লা ও জাহাঙ্গির মোল্লার মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। সেখানে গিয়ে আক্রান্ত হন তাঁরা৷ (police constable beaten in bhangar)
পুলিশের উপর চড়াও police constable beaten in bhangar
পুলিশ যখন দুই অভিযুক্তকে আটক করে তাদের গাড়িতে তোলার চেষ্টা করছিল, তখন গ্রামবাসীদের একাংশ হঠাৎ করে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের কনস্টেবল সুশান্ত ঘোষ অভিযোগ করেছেন, তাকে মাটিতে ফেলে চড়, কিল ও ঘুসি মারা হয়েছে। হামলার সুযোগে এক অভিযুক্তকে ছিনিয়ে নেয় গ্রামবাসীরা। এমনকি পুলিশের গাড়ি ভাঙচুরের হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর আরও পুলিশ বাহিনী পৌঁছায় এবং হামলার ঘটনায় দু’জনকে আটক করে। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভাঙড়ের ঘটনা police constable beaten in bhangar
এটি নতুন ঘটনা নয়, এর আগেও পশ্চিম মেদিনীপুরের দাসপুর, হুগলির পান্ডুয়া এবং বীরভূমের বিভিন্ন জায়গায় পুলিশ আক্রান্ত হয়েছিল। এবার ভাঙড়ে এই ধরনের ঘটনা আরও উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনা একে অপরের সাথে সম্পর্কিত এবং এটি প্রমাণ করে যে, কিছু গ্রামবাসীর মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে, যা একেবারেই চিন্তার বিষয়।
West Bengal: Violent clashes over land disputes in Bhangar’s Polerhat. Locals attack police attempting arrests; constable injured. Two detained amidst tensions. The situation escalates as police reinforcements arrive to restore order in the area.