Howrah Violence: হাওড়ার পুলিশ কমিশনার বদলি

হাওড়ায় (Howrah) বিক্ষোভ রুখতে ব্যর্থ হওয়ায় বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গে হাওড়ার ঘটনায় পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। হাওড়া পুলিশের শীর্ষ…

Internet closed in Howrah,

হাওড়ায় (Howrah) বিক্ষোভ রুখতে ব্যর্থ হওয়ায় বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গে হাওড়ার ঘটনায় পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। হাওড়া পুলিশের শীর্ষ কর্তাদের বদল করা হয়েছে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার হবেন আইপিএস প্রবীণ ত্রিপাঠী এবং হাওড়া গ্রামীণের নতুন এসপি হবেন স্বাতী বাঙ্গালিয়া।

Advertisements

এর আগে হাওড়ার পুলিশ কমিশনার পদে ছিলেন সি সুধাকর। এছাড় পুলিশ সুপার ছিলেন সৌম্য রায়। জানা গিয়েছে, প্রবীণ কুমার ত্রিপাঠী কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার। এদিকে সি সুধাকরকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল।

   

জানা গিয়েছে, পয়গম্বর বিতর্কে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে হাওড়া সহ একাধিক জায়গা। এদিকে হাওড়ার পরিস্থিতি আরও উত্তপ্ত থাকায় তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্র সচিব। সূত্রের খবর, নবান্নে এই বৈঠকে ছিলেন মুখ্যসচিব, এডিজি (আইনশৃঙ্খলা)। সেখানেই হাওড়া পুলিশে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গিয়েছে, শনিবার থেকেই এই বদল কার্যকর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।