Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল সিপিআইএমের গলাগলি? দিল্লি যাচ্ছেন মমতা

রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election) সামনে রেখে কী হবে বিরোধী পক্ষের রণনীতি, তা ঠিক করতেই ১৫ জুন দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।…

Sitaram Yechury with mamata

রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election) সামনে রেখে কী হবে বিরোধী পক্ষের রণনীতি, তা ঠিক করতেই ১৫ জুন দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই দিনই দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সমস্ত বিরোধী দলের নেতাদের বৈঠক।

বৈঠকে সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি থাকবেন বলে গুঞ্জন। কারণ, বিরোধীদের যৌথ মঞ্চে সিপিআইএম আছে। তাদের সরকার কেরলে। আর তামিলনাড়ুতে সিপিআইএম হলো সরকারের শরিক। ফলে কেরল, তামিলনাড়ু থেকে বাম সাংসদ বিধায়কদের ভোট যাতে বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থীর নামে পড়বে। ত্রিপুরার বিরোধী আসন থেকেও বিধায়কদের ভোট আসছে।

   

পশ্চিমবঙ্গে বাম-তৃণমূলের যুযুধান সম্পর্কের কারণে বিরোধী জোটের বৈঠকে মমতা ও সীতারাম ইয়েচুরির মুখোমুখি হওয়ার বিষয় চর্চিত হচ্ছে। সূত্রের খবর, সীতারাম ইয়েচুরির সঙ্গে সোনিয়া গান্ধীর আলোচনা হয়েছে। কিন্তু মমতার ডাকা বৈঠক নিয়ে চর্চা বেশি।

এই বৈঠকে ৮ অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছাড়াও ২২ টি বিরোধী পক্ষের নেতাদের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকার জন্য সোনিয়া গান্ধী, শরদ পাওয়ারদেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

মমতা চিঠি দিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, নবীন পট্টোনায়ক, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, জয়ন্ত চৌধুরী, এইচডি কুমারস্বামী, কে চন্দ্রশেখর রাও, এমকে স্ট্যালিন, ভগবন্ত মান, অশোক গেহলোট, ভুপেশ বাঘেলদের। চিঠিতে স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, বিজেপি ইডি, সিবিআইকে ব্যবহার করে বিরোধী শক্তিকে কন্ঠরোধ করার চেষ্টা করছে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের একজোট হওয়ার সময় এসে গেছে।

সূত্রের খবর, এবার এনডিএ মনোনীত প্রার্থীদের পাশাপাশি বিরোধীরা প্রার্থী দিতে পারে৷ রাজনৈতিক মহলের ধারণা, রাষ্ট্রপতি নির্বাচনে হার নিশ্চিত জেনেও বিজেপির সামনে বিরোধী জোটের একতা তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আবার অনেকের মতে, রাজ্যসভার মতো এখানেও ক্রস ভোটিং হতে পারে। সেকারণেই এত সহজে মাটি ছাড়তে নারাজ বিরোধী পক্ষ৷