Canning: ক্যানিংয়ে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক ও বাড়িওয়ালা

ক্যানিংয়ে বাংলাদেশি এক যুবককে আশয় দেওয়ার অভিযোগে ওই যুবক সহ গ্রেপ্তার বাড়ির মালিক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তগর্ত শরৎ পল্লী এলাকায়। পুলিশ সূত্রে…

ক্যানিংয়ে বাংলাদেশি এক যুবককে আশয় দেওয়ার অভিযোগে ওই যুবক সহ গ্রেপ্তার বাড়ির মালিক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তগর্ত শরৎ পল্লী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘ ছয় মাস ধরে মহম্মদ রিপন বিশ্বাস নামে বাংলাদেশের বরিশালে ওই যুবক ক্যানিংয়ের পীযূষ কান্তি নাথের বাড়িতে ভাড়ায় থাকছিল। রবিবার রাতে পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে দুজনকেই গ্রেফতার করেছে। কি কারণে ওই যুবক বাংলাদেশ থেকে এই দেশে অবৈধভাবে এসেছিল তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ।

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ চলে দালাল মারফত। অভিযোগ, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর একাংশের সাথে গোপন আর্থিক লেনদেন করে ওই দালালরা। এরপর হয় মানব পাচার। এক্ষেত্রে বাংলাদেশ থেকে নারী পাচারকারীরা বিশেষ সক্রিয়। বাংলাদেশ থেকে রোহিঙ্গারা সীমান্ত পার করে ভারতে আসে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সীমান্তবর্তী অন্যান্য রাজ্যগুলি যেমন অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামেও অনুপ্রবেশ ও চোরাচালান চলে বাংলাদেশ থেকে।

   

ভারত-বাংলাদেশ সীমান্তের লাগোয়া পশ্চিমবঙ্গের সবকটি জেলায় অনুপ্রবেশ ও চোরাচালান চলছে। অভিযোগ, বাংলাদেশ থেকে ভারতে ঢুকে কিছু টাকা খরচ করে আধার কার্ড বানিয়ে নিয়ে অনুপ্রবেশকারীরা ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে।