CPIM: পুলিশ-বাম সমর্থকদের খণ্ডযুদ্ধ, নিমতৌড়ি রণক্ষেত্র

বাম (CPIM) যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বর্ধমানের জনসভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন সোমবার। তিনি বলেন গায়ে হাত দিলে সাবধান। ছেলে ছোকরাদের রক্ত গরম থাকে। কিছু হয়ে…

CPIM: পুলিশ-বাম সমর্থকদের খণ্ডযুদ্ধ, নিমতৌড়ি রণক্ষেত্র

বাম (CPIM) যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বর্ধমানের জনসভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন সোমবার। তিনি বলেন গায়ে হাত দিলে সাবধান। ছেলে ছোকরাদের রক্ত গরম থাকে। কিছু হয়ে গেলে দায় নিতে পারব না। তাঁর হুঁশিয়ারির ঠিক পরদিন পুলিশ ও সিপিআইএম সংঘর্ষে উত্তপ্ত (Purba Medinipur) পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি।

মঙ্গলবার চোর ধরো জেল ভরো কর্মসূচি নিয়ে সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে জেলাশাসক দফতর ঘেরাও অভিযান চলছিল। নিমতৌড়িতে মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সেই মিছিল আটকাতে যায় পুলিশ।

   

CPIM: পুলিশ-বাম সমর্থকদের খণ্ডযুদ্ধ, নিমতৌড়ি রণক্ষেত্র

Advertisements

অভিযোগ এর পরেই মিছিল থেকে ইঁট মারা শুরু হয়। পুলিশ লাঠি চার্জ করে। সিপিআইএম সমর্থকরা তেড়ে যান। এরপর সংঘর্ষ ছড়ায়। সুজন চক্রবর্তীর উপস্থিতিতেই সিপিআইএম সমর্থকরা ইঁট ছুঁড়তে থাকেন বলে অভিযোগ। জেলা শাসকের দফতর অভিযানে ধুন্ধুমার কান্ড ঘটে যায়। টিয়ারগ্যাস চার্জ করে পুলিশ। জল কামান ব্যবহার করা হয়।

মি়ছিল ছত্রভঙ্গ করার পরেও বিক্ষিপ্তভাবে হামলার অভিযোগ এসেছে। সিপিআইএম সমর্থকরা পুলিশের দিকে তেড়ে যান। পুলিশ লাঠি চালায়। নিমতৌড়ির ঘটনায় জেলা জুড়ে রাজনৈতিক হাওয়ায় গরম।

রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসে নেতা নেত্রীরা দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ। চলছে সিবিআই ও ইডি অভিযান। এই প্রেক্ষিতে সিপিআইএমের তরফে চোর ধরো জেলে ভরো কর্মসূচি চলছে জেলায় জেলায়।