HomeWest BengalMurshidabad: বিক্ষোভকারীকে গলা টিপে ধরায় অভিযুক্ত পুলিশ, প্রবল উত্তপ্ত মুর্শিদাবাদ

Murshidabad: বিক্ষোভকারীকে গলা টিপে ধরায় অভিযুক্ত পুলিশ, প্রবল উত্তপ্ত মুর্শিদাবাদ

- Advertisement -

পুলিশ কি ক্রমে ধৈর্য্য হারাচ্ছে? কলকাতায় কামড়, ঘুসি, চিমটি কাটার অভিযোগে বিদ্ধ আগেই এবার মুর্শিদাবাদে গলা টিপে ধরার অভিযোগ উঠল। দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা। বিক্ষোভকারীদের সাথে চলে (West Bengal police) পুলিশের ধস্তাধস্তি।

বৃহস্পতিবার সকালে সাইকেলে বড়ঞার কুলির মোড়ে এক প্রৌঢ়কে ধাক্কা দেয় বালি বোঝাই লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এলাকাবাস লরি আটকে ও প্রৌঢ়ের দেহ নিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের জেরে মুর্শিদাবাদ ও বীরভূমের মধ্যে কান্দি-সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় আন্ত:জেলা যান চলাচল।

   

অভিযোগ, পুলিশের পাশাপাশি বিক্ষোভকারীদের উপর চড়াও হয়েছে স্থানীয় তৃ়ণমুল সমর্থকরা। অভিযোগ, কয়েকজন বিক্ষুব্ধদের গলা টিপে ধরে পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের তোলাবাজির কারণেই দ্রুত গতিতে রাস্তা পেরনোর চেষ্টা করে লরি। যার জেরে ঘটেছে দুর্ঘটনা।

বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করে পুলিশ। তাতে কাজ হয়নি। স্থানীয় তৃণমূল নেতাদের ডাকা হয়। তারা এলেও বিক্ষোভ হটেনি এরপরই বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃ়নমূল সমর্থক ও পুলিশ। অভিযোগ, বিক্ষোভকারীদের গলা টিপে ধরে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর

Most Popular

Recent Comments