ভোটের শেষলগ্নে মেরুকরণ তাস, মুসলিমদের নিয়ে বিরাট মন্তব্য মোদীর

সপ্তম দফার ভোটের প্রচারে বাংলায় এসে ফের মেরুকরণ তাস খেললেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তৃণমূলকে মুসলিমদের ভুল বোঝাচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। মোদীর (Narendra Modi)…

polarization-cards-at-the-end-of-the-lok-sabha-polls-narendra-modis-big-comments-about-muslims

সপ্তম দফার ভোটের প্রচারে বাংলায় এসে ফের মেরুকরণ তাস খেললেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তৃণমূলকে মুসলিমদের ভুল বোঝাচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। মোদীর (Narendra Modi) অভিযোগ, এখানকার ওবিসিদের ধোঁকা দিয়েছে তৃণমূল। আদালতে তা ধরা পড়ে গিয়েছে। তুষ্টিকরণের জন্য সংবিধানের উপরও হামলা চালিয়েছে তৃণমূল।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে ওবিসি সার্টিফিকেট বাতিল ইস্যুতেও তৃণমূল সরকারকে কড়া আক্রমণ শানান প্রধানমন্ত্রী। মোদীর কথায়, মুসলিমদের ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওবিসিদের ন্যায্য অধিকার কেড়ে তা মুসলিমদের দেওয়া হচ্ছে। তুষ্টিকরণের জন্য এখানকার সরকার যা ইচ্ছা তাই করছে।

   

রাম মন্দির ইস্যুতেও তৃণমূলকে একহাত নেন প্রধানমন্ত্রী। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা সেই অনুষ্ঠানে যাননি। শুধু মোদী নন, বাংলায় ভোটপ্রচারে এসে এই ইস্যুতে একাধিকবার তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।

ব্যারিকেড টপকে সোজা মমতার সামনে হাজির মহিলা! কী করলেন মুখ্যমন্ত্রী?

সিএএ নিয়েও এদিন জোরালো সওয়াল করেন মোদী। একই সঙ্গে মন্তব্য করেন, বাংলায় তৃণমূল মতুয়াদের থাকতে দিতে চায় না। মোদীর কথায়, তৃণমূল বাংলায় অনুপ্রবেশকারীরা নিয়ে আসছে। ওরা মতুয়াদের থাকতে দিতে চায় না। কিন্তু কেন্দ্রীয় সরকার মতুয়া সমাজ এবং নমশূদ্র সমাজকে নাগরিকত্ব দেবে। তাঁদের যোগ্য অধিকার দেবে একমাত্র বিজেপি।

সম্প্রতি ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজ এবং আসানসোল রামকৃষ্ণ মিশন সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়। সেই প্রসঙ্গ উল্লেখ করে মোদীর তোপ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকনের সন্ন্যাসীদের অপমান করা হয়েছে। তৃণমূলের গুন্ডারা এই সব মঠে হামলা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তৃণমূলে কদর জোটেনি, সেই তাপসই আজ মোদীর পাশে! কলকাতায় প্রধানমন্ত্রীর রোড-শো জমজমাট

৪ জুন যে কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় আসতে চলেছে, এদিন ফের একবার তা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৪ জুন থেকেই বিকশিত ভারত নির্মাণ হবে। ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি থেকে শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। বাংলা থেকে বিজেপির প্রার্থীদের জেতানোর আবেদনও জানান প্রধানমন্ত্রী।

Abhishek Banerjee: ছ’দফাতে তৃণমূলের ঝুলিতে ক’টা আসন? বড় ঘোষণা ‘সেনাপতি’ অভিষেকের