Pm Modi: ৬ মার্চ বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী মোদী

অপেক্ষার অবসান, কবে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তার দিনক্ষণ জানা গেল। ২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Vote 2024) আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের…

Pm Modi: ৬ মার্চ বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী মোদী

অপেক্ষার অবসান, কবে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তার দিনক্ষণ জানা গেল। ২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Vote 2024) আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিকে নজর রয়েছে সকলের।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৬ মার্চ বাংলায় আসছেন। এরপর উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতে একটি মহিলা সমাবেশে ভাষণ দিতে পারেন এবং সন্দেশখালির “নির্যাতিত মহিলাদের” সাথেও দেখা করতে পারেন বলে খবর। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এমনটাই বলেছেন। তিনি জানান, “আজ আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী ৬ মার্চ রাজ্য সফরে আসবেন এবং বারাসাতে একটি মহিলা সমাবেশে ভাষণ দেবেন।”

   

সন্দেশখালির মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করবেন কিনা, এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “সন্দেশখালির (Sandeshkhali) মায়েরা যদি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে চান, আমরা অবশ্যই সেই ব্যবস্থা করব।”

Advertisements

সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শাজাহান শেখ (Shahjahan Sheikh) ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে জোর করে জমি দখল ও যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তাঁরা। গত ৫ জানুয়ারি রেশন কেলেঙ্কারির ঘটনায় শাজাহান খানের বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকদের উপর হামলা চালায় একদল উন্মত্ত জনতা।