ফের ভোট প্রচারে বঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রবিবাসরীয় দুপুরে চুঁচুড়ায় প্রার্থী লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে জনসভা থেকে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূলকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তিনি। জানালেন কংগ্রেস কটি আসন পাবেন।
Loksabha Election 2024: লোকসভা ভোটে প্রার্থী হলেন মমতা
প্রধানমন্ত্রী বলেন, ‘শাহজাদার যা বয়স তার থেকেও কম ভোট পাবে কংগ্রেস। বিজেপি ও এনডিএ ৪০০ আসন পার করবেই। ৩ দফার ভোটে অভূতপূর্ব সমর্থন পেয়েছে বিজেপি। আমার উত্তরাধিকারি দেশবাসী তাঁদের বিকশিত ভারত উপহার দিতে চাই। বিজেপি যেখানে উন্নয়ন করতে ব্যস্ত সেখানে তৃণমূল ও অন্যান্য দল দেশের মানুষকে লুটতে ব্যস্ত। মোদী দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছে। ৩ দফার ভোট থেকে স্পষ্ট হয়ে গেছে বিজেপি নেতৃত্বাধিন এনডিএ ৪০০ পার করবেই। মোদীর মজবুত সরকারই দেশের ভালো করতে পারে।’
PM Modi: রবিবাসরীয় বঙ্গে ৪টি মেগা জনসভা প্রধানমন্ত্রী মোদীর
মোদী আরও বলেন, ‘আমি গরিব মানুষদের ৪ কোটি বাড়ি তৈরি করে দিয়েছি। প্রত্যেক বাড়িতে পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।এভাবেই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছে মোদী। মোদী বাড়ি বাড়ি জলের কথা বলে কিন্তু তৃণমূল বাড়ি বাড়ি বোমার কথা বলে। অন্যদিকে তৃণমূলের নেতারা উত্তরাধিকারীদের জন্য বাংলো তৈরি করছেন। বাংলায় মাফিয়ারাজ চলছে। গন্ডগোল আর জমি দখলই তৃণমূল নেতাদের কাজ। কয়েকদিন আগেই বাংলায় বোমা ফেটে বালকের মৃত্যু হয়েছে। সন্দেশখালিতে যা হয়েছে তা গোটা দেশ দেখেছে। তৃণমূলের নেতার বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড় দেখে গোটা দেশ চমকে উঠেছে। তৃণমূলের কোনও অত্যাচারীকে রেয়াত করা হবে না। তৃণমূল বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’
মোদী আরও বলেন, ‘৪০০ পার এখন আর স্লোগান নয়, কোটি কোটি মানুষের সংকল্প হয়ে উঠেছে।’
#WATCH | West Bengal | While addressing a public meeting in Hooghly, PM Narendra Modi says, “…Keep it in writing, Congress will get fewer seats than the age of Congress’ ‘Shehzada’.” pic.twitter.com/EgHJo9iR1I
— ANI (@ANI) May 12, 2024