আজ রবিবার ছুটির দিনে ফের একবার বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। আর আজ এক ধাক্কায় ৪টি মেগা জনসভায় অংশগ্রহণ করবেন তিনি বলে জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে।
আজ ১২ মে ব্যারাকপুর, হুগলী, আরামবাগ এবং হাওড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আগামীকাল সোমবার ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫টি, তেলেঙ্গানার ১৭টি, উত্তরপ্রদেশের ১৩টি এবং মহারাষ্ট্রের ১১টি আসনে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের আটটি করে আসন, বিহারের পাঁচটি, ঝাড়খণ্ড ও ওড়িশার চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হবে বলে খবর। এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের অধীনে তিন দফায় ভোটগ্রহণ হয়েছে। আগামী ১৩ মে চতুর্থ দফার ভোটগ্রহণ।
Lok Sabha Elections: লোকসভায় লকেটের কঠিন লড়াই
এদিন পশ্চিমবঙ্গের আটটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। এর আগে রবিবার পশ্চিমবঙ্গে প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, প্রথমে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সাড়ে ১১টা নাগাদ ভাটপাড়ার জালেবি ময়দানে মিছিল শুরু হবে। এরপর দুপুর ১টায় হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন মোদী। হুগলির চুঁচুড়ায় এই জনসভা হবে।
Mamata Banerjee: ‘যখন ভোট আসে মমতা…’, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন অর্জুন সিং
এর পাশাপাশি দুপুর আড়াইটে নাগাদ আরামবাগে বিজেপি প্রার্থী অরূপ কুমারের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী। জঙ্গলপাড়ার পুরশুড়ায় এই জনসভা হবে। বিকেল চারটেয় হাওড়ার বিড়লা জালা গ্রাউন্ডে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামীকাল ব্যারাকপুর, হুগলী, আরামবাগ, হাওড়ায় প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জির সফরসূচি। pic.twitter.com/y2EmRDci5P
— BJP West Bengal (@BJP4Bengal) May 11, 2024