‘অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তৃণমূল’, ভোটের মুখে বিস্ফোরক প্রধানমন্ত্রী

সপ্তম দফার লোকসভা ভোটের আগে বাংলায় তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বড় কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। জানেন তিনি কী বলেছেন? জেনে নিন। এক সর্বভারতীয়…

সপ্তম দফার লোকসভা ভোটের আগে বাংলায় তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বড় কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। জানেন তিনি কী বলেছেন? জেনে নিন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান, ‘বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তৃণমূল। এবার ভারতের মধ্যে সবচেয়ে ভালো ফল করতে চলেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি সবচেয়ে বেশি সাফল্য পাচ্ছে।’ এদিকে সম্প্রতি ২০১০ সালের পর পশ্চিমবঙ্গে জারি করা অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মন্থরের বেঞ্চ জানিয়েছে, ২০১১ সাল থেকে প্রশাসন কোনও নিয়ম না মেনেই ওবিসি সার্টিফিকেট দিয়েছে।

   

বেঞ্চ বলেছে, এভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়া অসাংবিধানিক। অনগ্রসর শ্রেণি কমিশনের কোনও পরামর্শ না নিয়েই এই শংসাপত্র দেওয়া হয়েছিল। তাই এই সমস্ত সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তবে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন বা পেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। ওবিসি তালিকা বাতিলের কারণে প্রায় ৫ লক্ষ শংসাপত্র বাতিল হতে চলেছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘কলকাতা হাইকোর্টের রায় কেম যখন স্পষ্ট হয়ে গেল, এত বড় জালিয়াতি হয়েছে। কিন্তু তার থেকেও দুঃখজনক হল, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তাঁরা বিচার বিভাগকেও গালি দিচ্ছেন। এই পরিস্থিতি কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না।’ 

মোদী আরও বলেন, ‘গত বিধানসভা নির্বাচনগুলিতে আমাদের ৩টি আসন ছিল। কিন্তু বাংলার মানুষ আমাদের ৮০ আসন দিয়েছে, গত লোকসভা নির্বাচনে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলাম। এবার ভারতের মধ্যে সবচেয়ে ভালো ফল করতে চলেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি সবচেয়ে বেশি সাফল্য পাচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচন একতরফা, মানুষ নেতৃত্ব দিচ্ছে এবং তার কারণে সরকারে বসে থাকা লোকজন, তৃণমূলের মানুষ হতাশ। ভোটের আগে বিজেপি কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। এত অত্যাচার সত্ত্বেও বেশি মানুষ ভোট দিচ্ছেন, ভোটের সংখ্যাও বাড়ছে।’