হাওড়া ময়দান-সল্টলেক মেট্রো উদ্বোধনে মোদী

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ঘন ঘন রাজনৈতিক সফরে ব্যস্ত দেশের রাজনৈতিক নেতারা। এই প্রেক্ষাপটে আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী…

Prime Minister Narendra Modi Honoured with Ghana’s Officer of the Order Award

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ঘন ঘন রাজনৈতিক সফরে ব্যস্ত দেশের রাজনৈতিক নেতারা। এই প্রেক্ষাপটে আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Narendra Modi)। তার আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এক খবর— ওই দিনই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর পুরো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্বাভাবিক ভাবেই বিষয়টি ঘিরে শুরু হয়েছে জল্পনা।

তবে এই বিষয়ে কলকাতা মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক রূপায়ন মিত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এই মুহূর্তে মেট্রো রেলের পক্ষ থেকে ১৮ জুলাই কোনও উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়নি।” অর্থাৎ এই তারিখে প্রধানমন্ত্রী মেট্রোর উদ্বোধন করবেন— এই তথ্যের কোনও ভিত্তি নেই।

   

বিজেপি সূত্রে খবর, ১৮ জুলাই বিহারে একটি জনসংযোগ কর্মসূচি রয়েছে মোদীর। সেই কর্মসূচি শেষে তিনি পশ্চিমবঙ্গে আসবেন। জানা গিয়েছে, দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এই সফর মূলত রাজনৈতিক কর্মসূচিকেন্দ্রিক, মেট্রোর কোনও সরকারি প্রকল্প উদ্বোধনের কথা এখনো চূড়ান্ত হয়নি।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রীন লাইনের কাজ দীর্ঘদিন ধরেই চলছে। বর্তমানে দু’টি অংশে পরিষেবা মিলছে—

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, এবং

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত।

Advertisements

মাঝের অংশ, অর্থাৎ এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪ কিমি টানেলের কাজ এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি।

এই অংশে মেট্রো চালু করতে গেলে প্রথমেই প্রয়োজন অগ্নি নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র। মাস কয়েক আগেই রাজ্য দমকল দফতর টানেলের ভিতর গিয়ে অগ্নি–নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে। সেই রিপোর্ট এখন মেট্রোর হাতে রয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ থেকেও ছাড়পত্র পেলেই দ্রুত এই অংশের পরিষেবা চালু করা হবে।

মেট্রো সূত্রের খবর অনুযায়ী, সমস্ত ক্লিয়ারেন্স মিললে একটানা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রা সম্ভব হবে। তখন আর কোনও পরিবর্তন ছাড়াই যাত্রীরা একটি মেট্রোতেই এই দীর্ঘপথ অতিক্রম করতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবর অনুযায়ী, ১৮ জুলাই গ্রিন লাইন মেট্রোর পুরো উদ্বোধন হবে— এই দাবি অত্যন্ত বিভ্রান্তিকর। কেন্দ্রীয় বা রাজ্য স্তরে এমন কোনও সরকারি ঘোষণা হয়নি। প্রধানমন্ত্রী মোদীর সফর হলেও, সেটি মূলত রাজনৈতিক এবং উদ্বোধন নয়। তাই জনসাধারণকে এই ধরনের বিভ্রান্তিকর গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।