Sovandeb Chattopadhyay: ভোটে জেতার জন্য এজেন্সিকে ব্যবহার করছেন মোদি: শোভনদেব

লোকসভা ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি তৃণমূলের জোরদার লড়াই বাংলায়। গতবার লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল বিজেপি। যদিও বেশি সংখ্যক আসল পেয়েছিল তৃণমূল। এবার…

CESC Employee Accuses Sovandeb Chattopadhyay of Misusing Funds

লোকসভা ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি তৃণমূলের জোরদার লড়াই বাংলায়। গতবার লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল বিজেপি। যদিও বেশি সংখ্যক আসল পেয়েছিল তৃণমূল। এবার যেন আরও বেশি আসন পেতে মরিয়া বঙ্গ বিজেপি। ভোটের মুখে মহুয়া মৈত্রর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের মামলা করেছিল সিবিআই। খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) বললেন, কেন্দ্রীয় এজেন্সিকে ১০০ শতাংশ ব্যবহার করছেন প্রধানমন্ত্রী।

শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের বিশ্বস্ত সৈনিক। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন তিনি। সেবার কালীঘাট থেকে জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেন। পরবর্তীতে খড়দা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। তাঁকে রাজ্যের মন্ত্রী করে তৃণমূল সরকার।

শোভনদেব চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রীর ১০০ শতাংশ নির্ভরতা এজেন্সির ওপর হয়ে গিয়েছে। বিরোধী দল যেখানে শক্তিশালী যেখানে এজেন্সিকে তিনি ব্যবহার করছেন ভোটে জেতার জন্য। যাকে এত লোক ভালোবাসেন তাঁকে এমন কাজ করতে হবে কেন ভোট ঘোষণা হওয়ার পরে? এত লোককে অ্যারেস্ট করতে হচ্ছে কেন? এত জায়গায় ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে যেতে হচ্ছে কেন?’

Advertisements

সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনা করে তৃণমূল কংগ্রেসের দশ প্রতিনিধি দল আটক হয়েছিলেন। তাদের পুলিশের ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে রাতারাতি বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। ব্রাত্য বসু, সৌগত রায়ের সঙ্গে  ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ও।