ছুটির দিনে বাংলার ৬ জেলায় হুড়মুড়িয়ে কমল তেলের দাম, জানুন এক ক্লিকেই

রবিবার ছুটির দিন সকাল সকাল পেট্রোল ও ডিজেলের রেট (Petrol Diesel Rate) জারি হয়ে গেল বাংলা সহ সমগ্র দেশে। আর অন্যান্য দিনের মতো আজও জ্বালানির…

Petrol price

রবিবার ছুটির দিন সকাল সকাল পেট্রোল ও ডিজেলের রেট (Petrol Diesel Rate) জারি হয়ে গেল বাংলা সহ সমগ্র দেশে। আর অন্যান্য দিনের মতো আজও জ্বালানির দামে ব্যাপক চমক লক্ষ্য করা গেল। আপনিও যদি বাংলার বাসিন্দা হয়ে থাকেন এবং নিজের গাড়ির ট্যাঙ্ক ফুল করার কথা ভেবে থাকেন তাহলে জেনে নিন কোন জেলায় তেলের দাম কমল বা বাড়ল।

আজ ১৪ জুলাই যেমন বাঁকুড়ায় গতকালের তুলনায় রবিবার হুড়মুড়িয়ে কমেছে তেলের দাম। গতকাল জেলায় পেট্রোলের দাম ছিল ১০৫.৬৪ টাকা, কিন্তু আজ সেটা মিলছে ১০৫.২১ টাকায়। বীরভূমে গতকাল দাম ছিল ১০৫.৬১ টাকা কিন্তু আজ রবিবার তেল মিলছে ১০৫.৫৬ টাকায়। হুগলীতে গতকাল দাম ছিল ১০৫.৬৯ কিন্তু আজ সেই দাম কমে দাঁড়িয়েছে ১০৫.৫০ টাকায়।

   

এদিকে আজ জলপাইগুড়িতেও গতকালের তুলনায় আজ পেট্রোলের দাম হুড়মুড়িয়ে কমেছে। আজ জেলায় পেট্রোলের দাম ১০৪.৬৬ টাকা, গতকাল সেই দাম ছিল ১০৫.৩৮ টাকা। মুর্শিদাবাদে আজ তেলের দাম ১০৫.৯৪ টাকা, গতকাল ছিল ১০৬.৩২ টাকা। নদীয়ায় পেট্রোলের দাম ১০৫.৭৬ টাকা, গতকাল সেই দাম ছিল ১০৫.৯১ টাকা। পশ্চিম বর্ধমানে আজ পেট্রোলের দাম ১০৪.৭৮ টাকা, গতকাল সেই দাম ছিল ১০৫.২১ টাকা। পূর্ব বর্ধমানে আজ পেট্রোলের দাম ১০৫.৩৫ টাকা, গতকাল সেই দাম ছিল ১০৫.৫৪ টাকা। পূর্ব মেদিনীপুরে তেলের দাম ১০৪.৯৮ টাকা, গতকাল সেই দাম ছিল ১০৫.০৯ টাকা।

এবার আসা যাক ডিজেলের দাম প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ বাঁকুড়ায় তেকের দাম ৯২.০১ টাকা, গতকাল সেই দাম ছিল ৯২.৪০ টাকা। বীরভূমেও আজ তেলের দাম কমেছে। এদিন ডিজেল মিলছে ৯২.৩৪ টাকা, গতকাল সেই দাম ছিল ৯২.৩৮ টাকা। আজ হুগলীতে তেলের দাম ৯২.২৭ টাকা, গতকাল সেই দাম ছিল ৯২.৪৫ টাকা। জলপাইগুড়িতে জ্বালানির দাম ৯১.৪৮ টাকা, গতকাল সেই দাম ছিল ৯২.১৬ টাকা। মুর্শিদাবাদে তেলের দাম ৯২.৬৮ টাকা, গতকাল সেই দাম ছিল ৯৩.০৩ টাকা। নদীয়াতে তেলের দাম ৯২.৫২ টাকা, গতকাল সেই দাম ছিল ৯২.৬৫ টাকা। পশ্চিম বর্ধমানে আজ তেলের দাম ৩১.৬১ টাকা, পূর্ব মেদিনীপুরে তেলের দাম ৯১.৭৫ টাকা।