গরমের ছুটিতে পুরী গিয়ে সমুদ্রস্নান ! সাবধান হন এখনই

পুরী (puri) বেড়াতে গিয়ে সমুদ্রস্নানের পরিকল্পনা করছেন। সাবধান হন এখনই। স্নান করলে আপনার গায়ে দেখা যেতে পারে ফুসকুড়ি। গোটা গায়ে বেরোতে পারে ব়্যাশ। চুলকানি আর…

পুরী (puri) বেড়াতে গিয়ে সমুদ্রস্নানের পরিকল্পনা করছেন। সাবধান হন এখনই। স্নান করলে আপনার গায়ে দেখা যেতে পারে ফুসকুড়ি। গোটা গায়ে বেরোতে পারে ব়্যাশ। চুলকানি আর জ্বালায় নাজেহাল হতে পারেন পর্যটকরা।

Advertisements

গত তিন চার দিন ধরে পুরী বেড়াতে গিয়ে বিপদের মুখে পড়ছেন পর্যটকরা। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরী সি বিচে ।

   

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে পুরীর সমুদ্র সৈকতে বালির উপর দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক মৃত জেলিফিশ। লাল এই মৃত জেলিফিশে থিক থিক করছে সি বিচ। আর এই মরা জেলিফিশের সংস্পর্শে এসেই পর্যটকদের স্কিনে দেখা যাচ্ছে ফুসকুড়ি, ব়্যাশ। অসহ্য জ্বালা আর চুলকানির জেরে হয়রান হচ্ছেন পর্যটকরা।

বেড়াতে গিয়ে এমন বিপদের মুখে পড়েছে বহু সংখ্যক পর্যটক। সম্প্রতি পুরী ফেরত বেশ কিছু পর্যটক অভিযোগ করেছেন, সমুদ্র থেকে স্নান সেরে ওঠার পরেই শরীরে চুলকানির মতো সমস্যা তৈরি হয়েছে।

মরা জেলিফিসের সংস্পর্শে আসার পরেই এমন সমস্যা বেড়েছে বলে তাদের অনুমান। পুরীর সমুদ্র সৈকতের জনপ্রিয় এলাকা স্বর্গদুয়ার। সেই সি বিচেই অধিকাংশ পর্যটক স্নান করতে নামে।

সম্প্রতি, স্বর্গদ্বার থেকে শুরু করে লাইট হাউস পর্যন্ত সারি সারি মৃত জেলিফিসের দেহ ভেসে উঠতে দেখা গিয়েছে সমুদ্রে। বালির মধ্যেও পড়ে থাকতে দেখা গেছে জেলিফিশের দেহাবশেষ। পরিস্থিতি এমন হয়েছে যে সমুদ্রে নামতেই ভয় পাচ্ছেন পর্যটকরা।