Weather: জেলায় বৃষ্টি, কলকাতায় তিতিবিরক্তির গরম

তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী দুদিন কলকাতার তাপমাত্রা বাড়বে। এছাড়াও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম এই দুদিন। এর ফলে গরম ও অস্বস্তও…

তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী দুদিন কলকাতার তাপমাত্রা বাড়বে। এছাড়াও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম এই দুদিন। এর ফলে গরম ও অস্বস্তও বাড়বে বলেই মনে করছে হাওয়া অফিস।

আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫।৪ ডিগ্রি।
তবে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ।

উত্তরবঙ্গের জেলাগুলোয় আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বধবারও ঝড়-বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে।

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

পশ্চিমের জেলাগুলিতে রবিবার ও সোমবার তাপমাত্রা বাড়তে পারে। তাপপ্রবাহের সম্ভাবনাও আছে।