HomeWest Bengalহাইকোর্টের নির্দেশে তফশিলি জাতি সম্প্রদায়ের গ্রামবাসীরা পা রাখলেন শিব মন্দিরে

হাইকোর্টের নির্দেশে তফশিলি জাতি সম্প্রদায়ের গ্রামবাসীরা পা রাখলেন শিব মন্দিরে

- Advertisement -

Calcutta High Court: প্রায় সাত পুরুষ পর কলকাতা হাইকোর্টের নির্দেশে শিব মন্দিরে পা রাখলেন তফশিলি জাতি তথা দাস সম্প্রদায়ের লোকজন। উচ্চ আদালতের নির্দেশে অবশেষে শেষ হয়েছে দীর্ঘদিনের লড়াই। বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মন্দিরে পা রেখে পুজোও দিলেন তারা।

যে শিবমন্দির নিয়ে মামলা হয়েছিল সেটি অবস্থিত নদিয়ার কালীগঞ্জ ব্লকের পালিতবেঘিয়ার বৈরামপুর গ্রামে। অভিযোগ, দীর্ঘদিন ধরে দাস সম্প্রদায়ের লোকজনেদের ওই মন্দিরে ঢুকতে বাধা দিতেন সেবায়েতরা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি বলে অভিযোগ। দিনের পর দিন তাঁরা পুজো করা থেকে বঞ্চিত ছিলেন। এরপর তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিচারপতি বলেন, “বলতে বাধ্য হচ্ছি যে এটা পুলিশের অক্ষমতা। ওসি নয়, কোনও সিনিয়র অফিসারকে দায়িত্ব নিতে হবে।”

   

এই ঘটনার পিছনে কী কারণ, তা খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। পুলিশকে সহযোগিতা করার জন্য নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি।

এরপর গত বুধবার জেলা পুলিশ ও স্থানীয় পুলিশ গ্রামের দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসে। আলোচনা সদর্থক হয়। এরপর বৃহস্পতিবার পুলিশের নিরাপত্তায় দাস সম্প্রদায়ের লোকজনেরা পুজো দিতে পারলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular