অর্জুন সিং আবারো বিজেপিতে ফেরার আগেই মুখ খুললেন পুত্র পবন সিং

রাজ্যজুড়ে চলছে প্রতি মুহূর্তে রাজনৈতিক তরজা। আর সেই জায়গায় কাউকে খুশি করা হচ্ছে তো কাউকে আবার দুঃখ দেওয়া হচ্ছে। তারই নমুনা দেখা গেল অর্জুন সিং…

Arjun singh

রাজ্যজুড়ে চলছে প্রতি মুহূর্তে রাজনৈতিক তরজা। আর সেই জায়গায় কাউকে খুশি করা হচ্ছে তো কাউকে আবার দুঃখ দেওয়া হচ্ছে। তারই নমুনা দেখা গেল অর্জুন সিং এর মধ্য। তাই অর্জুন সিং আবারো বিজেপিতে যাওয়ার সম্ভাবনা যখন তীব্র হয়ে উঠেছে, তখন মুখ খুলল ভাটপাড়া বিধায়ক তথা অর্জুনপুত্র পবন সিং।

পবন সিং পরিষ্কার দাবি করেন বাবা যখন তৃণমূলে যায় তখন আমি বারবার বারণ করেছিলাম। তিনি আমার কথা শোনেননি এবং আমাকে যাবার জন্য তিনি বলেছিলেন। কিন্তু আমার মনে হয়েছিল সেখানে যাওয়া ঠিক হবে না,তাই আমি চাইনি।

বাবা পরে হলেও বুঝতে পেরেছে এটা আমার কাছে খুব ভালো খবর। যখন বাবার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে তখন আমি বলেছিলাম আপনি ভুল করছেন। ওই দলে আপনি প্রচুর বছর কাজ করেছেন কিন্তু সম্মান পাননি। বহুবার ওনারা কথা দিয়েছে করেছে কিন্তু সেই কথা রাখেনি। বাবা বলেছিলেন টিকিট পাবে তৃণমূলের থেকে।আমি তখনই বাবাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলেছি তৃণমূল আপনাকে কোনদিন টিকিট দেবে না।

বাবার কাছ থেকে আমার রাজনীতি শেখা, বাবা যা যা ভুল করেছে সেখান থেকে আমি শিখেছি। বাবা যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যায় তখন আমার বাবার উপর ভীষণ ক্ষোভ জন্মায়। কিন্তু বাবা তখন তাও শোনেননি। বাবাকে দিয়ে আমাকে বোলানো হয়েছিল তৃণমূলে যোগদান করতে। আমাকেও ওনারা পদ দেবে, ভালো জায়গায় পৌঁছে দেবে,কিন্তু আমি সে কথা শুনিনি। আমি এতদিন সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলিনি,আজ আমি আনন্দে কথা বলছি। এবার মানুষ বলবে কারণ মানুষ বুঝেগেছে তাদের চক্রান্ত।