হাসপাতালে হুইল চেয়ার নেই! স্ত্রীর কাঁধে চেপে সিটি স্ক্যান করতে গেলেন স্বামী

রায়গঞ্জ: স্যালাইন-কাণ্ডে উত্তাল রাজ্য৷ এরই মধ্যে ফের সামনে উঠে এল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা৷ হুইল চেয়ার না পেয়ে স্ত্রীর পিঠে চড়ে সিটি স্ক্যান করাতে…

patient unable to get a wheel chair in the hospital

রায়গঞ্জ: স্যালাইন-কাণ্ডে উত্তাল রাজ্য৷ এরই মধ্যে ফের সামনে উঠে এল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা৷ হুইল চেয়ার না পেয়ে স্ত্রীর পিঠে চড়ে সিটি স্ক্যান করাতে গেলেন পা ভাঙা স্বামী৷ সোমবার প্রকাশ্যে আসে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের এই চরম অব্যবস্থার ছবি৷ (patient unable to get a wheel chair in the hospital)

পড়ে গিয়ে পা ভাঙে রোগীর patient unable to get a wheel chair in the hospital

দিন পাঁচেক আগে কাজ করতে গিয়ে পড়ে যান পরিতোষ বর্মণ নামে এক বৃদ্ধ। পা ভাঙে তাঁর৷ পরিতোষবাবু রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা৷ কিন্তু হাসপাতালে এসে হুইল চেয়ারটুকুও জোটেনি তাঁর৷ অগত্যা স্ত্রীর কাঁধে চেপে সিটি স্ক্যান করাতে যান তিনি।

   

পরিতোষবাবু বলেন, ‘কাজ করতে গিয়েআমার পা ভেঙে গিয়েছে। হাসপাতালে এসে দেখি একটা হুইল চেয়ারও নেই। বাধ্য হয়েই আমার স্ত্রী কাঁধে তুলে সিটি স্ক্যান করাতে নিয়ে গেলেন আমাকে। এত বড় একটা হাসপাতালে একটা হুইল পেলাম না৷’’

অপেক্ষা করেও মেলেনি হুইলচেয়ার patient unable to get a wheel chair in the hospital

পরিতোষবাবুর স্ত্রী সলিতা বর্মণ বলেন, ‘‘আমরা পড়াশোনা জানি না। কাকে কী বলতে হবে তাও জানি না৷ হাসপাতালের কর্মীরা প্রথমে বলল এখানে কিছুক্ষণ দাঁড়ান, হুইল চেয়ার আনছি। খানিক বাদে এসে বলল জোগার করা যাচ্ছে না। তখন বাধ্য হয়েই ওঁকে কাঁধে চড়িয়ে স্ক্যান করতে নিয়ে যাই।’’

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ‘‘মেডিক্যাল কলেজে পর্যাপ্ত হুইল চেয়ার আছে। রোগীদের জন্যেই সেগুলি ব্যবহার করা হয়। রোগীর পরিবার একটু ধৈর্য্য ধরলেই হুইল চেয়ার পেয়ে যেতেন।”