HomeWest BengalBirbhum: রোজ ট্রেন লেট করায় মাইনে কাটা যাচ্ছে, রেলযাত্রীদের অবরোধ

Birbhum: রোজ ট্রেন লেট করায় মাইনে কাটা যাচ্ছে, রেলযাত্রীদের অবরোধ

- Advertisement -

মঙ্গলবার ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেনের সামনে বসে রেল অবরোধ করেন যাত্রীরা। তাদের অভিযোগ, প্রায় প্রত্যেক দিনই সময়ের থেকে দেরিতে আসছে ট্রেন। যার ফলে তাদের কর্মস্থলে যেতে দেরি হয়। বীরভূম থেকে নিত্য প্রচুর মানুষ কাজের জন্য অন্যত্র যান। স্কুল কলেজ কিংবা অফিসে যাওয়ার জন্য তাদের ট্রেনের ওপরেই ভরসা করতে হয়।

কিন্তু এভাবে ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে আসায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতেই দেরি হয়ে যায়।ময়ূরাক্ষী দুমকা-হাওড়া এক্সপ্রেস ট্রেন চলাচল করছে না। এবার এই অভিযোগ তুলে দুবরাজপুরে নিত্যযাত্রীরা অবরোধ করলেন।

   

মঙ্গলবার সকালে ময়ূরাক্ষী ট্রেন দুবরাজপুর স্টেশনে এলে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। প্রায় দুঘণ্টা পর দুবরাজপুর স্টেশন থেকে ময়ুরাক্ষী এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে। দেরিতে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই রেললাইনের ওপর বসে পড়েন যাত্রীরা। বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পৌঁছয় রেল পুলিশ। যান রেলের উচ্চ পদস্থ আধিকারিকরাও।

নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচলের আশ্বাস দিলে নিত্যযাত্রীরা অবরোধ তুলে নেন। ময়ুরাক্ষী এক্সপ্রেস ট্রেনটি অবরুদ্ধ হওয়ায় অনেকে বাড়ি ফিরে যান। নিত্যযাত্রীদের একজন বলেন, “এখানকার এমন প্রচুর মানুষ রয়েছেন, যাঁরা দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য। তাঁদের নিত্য কাজে যেতে হয়। তাহলেই রোজগার। ট্রেন এভাবে দেরিতে চলায় তাঁরাই ভীষণভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েন।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular