SBSTC Strike: মজুরি বৃদ্ধির দাবিতে স্তব্ধ সরকারি বাস, যাত্রীরা চরম বিপাকে

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে চরম সমস্যায় যাত্রীরা। জানা গিয়েছে, বিগত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা মজুরি…

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে চরম সমস্যায় যাত্রীরা। জানা গিয়েছে, বিগত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা মজুরি বৃদ্ধি-সহ সাত দফা দাবিতে রাজ্যের বিভিন্ন এসবিএসটিসি ডিপোতে আন্দোলন করছেন। যার জেরে রাস্তায় নামেনি একাধিক বাস। এদিকে কর্মবিরতি ডাকার জন্য ঝক্কি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

কবে এই সমস্যার সমাধান হবে জানা নেই কারও। উৎসবের মরসুমে আটকে পড়েছেন একাধিক মানুষ।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে পুরুলিয়া, মানবাজার ও বান্দোয়ান ডিপো থেকে কোনও বাস বেরোয়নি। শুক্রবারও বাঁকুড়ার গোবিন্দনগরের ডিপোর অধিকাংশ বাস পথে নামেনি।

দুর্গাপূজার কয়েক দিন আগে এই ধর্মঘটের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কলকাতা, হাওড়া, দীঘা, দূর্গাপুর, বর্ধমান, এবং আসানসোলের বাস টার্মিনাসগুলিতে আটকে পড়েছেন অনেকে।

পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “আমি আমার সাধ্যের মধ্যেই চেষ্টা করব সমস্যা সমাধানের জন্য। ধর্মঘটী কর্মচারীরা ক্ষমতাসীন টিএমসির ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসি-র সঙ্গে যুক্ত।”