ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত বহু যাত্রী

passenger-bus-collides-head-on-with-truck-several-injured
passenger-bus-collides-head-on-with-truck-several-injured

আমতা, ৯ নভেম্বর: শনিবার রাতের অন্ধকারে আমতার রানিহাটি (Howrah) রোডে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রিবাহী একটি বাস এবং একটি কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন বাস যাত্রী। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ জোরালো আওয়াজে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় একটি যাত্রীবাহী বাস আমতা থেকে হাওড়ামুখী যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসছিল একটি ভারী কন্টেইনার ট্রাক। হঠাৎ সামনের মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি যানবাহনের মধ্যে। সংঘর্ষের অভিঘাতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কন্টেইনার ট্রাকের সামনেও ব্যাপক ক্ষতি হয়।

   

দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই চিৎকার, কান্না আর আহাজারিতে ভরে যায় গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তারা দ্রুত আহতদের বাসের ভেতর থেকে বের করে এনে পাশের দোকানঘর ও খোলা জায়গায় শুইয়ে প্রাথমিক সেবা দেন। কেউ কেউ নিজেদের গাড়িতে করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে শুরু করেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় আমতা থানার পুলিশ। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন, এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাসের চালক এবং দুই যাত্রী, যাদের মাথা ও পায়ে আঘাত লেগেছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে হাওড়া জেলা হাসপাতালে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন