Paschim Medinipur: চাকরি প্রতারণার অভিযোগে গ্রেফতার TMC-র পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী

চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূলের পঞ্চায়েত সমিতির ২ জয়ী প্রার্থীকে। জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে পুলিশ গ্রেফতার করল রামপদ সিংহকে। রামপদ সিংহ তৃণমূলের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী।

গ্রেফতারের পর পাল্টা রামপদ অভিযোগ করেছেন যে বোর্ড গঠনে অংশ নিতে দেবে না বলে রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে। ধৃত রামপদের বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কেশিয়াড়ীর লালুয়া অঞ্চলের কুকাই এলাকার থেকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির পার্থী ছিলেন রামপদ সিং। তিনি জয় লাভও করেন। তা৬র বিরুদ্ধে রয়েছে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ।

   

সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার সকালে তাঁকে লালুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। রামপদ সিং-কে গ্রেফতার করে কেশিয়াড়ী পুলিশ। শনিবারই খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে ৪০৬/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন