Paschim Medinipur: পিংলায় ধর্ষিতার চিকিৎসায় সাহায্য সুশান্ত ঘোষের

এবার ধর্ষিতার চিকিৎসার জন্য পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) সিপিআইএম জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। কয়েকদিন আগে পিংলা থানার পিন্ডরুই গ্রামে এক প্রতিবন্ধী মহিলাকে…

এবার ধর্ষিতার চিকিৎসার জন্য পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) সিপিআইএম জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। কয়েকদিন আগে পিংলা থানার পিন্ডরুই গ্রামে এক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে।

এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়। বুধবার ওই ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করলেন দাপুটে নেতা সুশান্ত ঘোষ। এদিন পরিবারের হাতে তার চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা তুলে দিলেন।

   

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে সুশান্ত ঘোষ নিশানা করলেন বর্তমান রাজ্য সরকারকে। তিনি আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন। সুশান্ত ঘোষ বলেন, জঙ্গল রাজত্বেও কিছু নিয়ম কানুন থাকে, এটা তার থেকেও জঘন্যতম।

Advertisements

এদিকে এদিন সকালে পিংলা ব্লকের উজান এলাকায় অর্ধনগ্ন অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয় ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই বিষয় নিয়েও সুশান্ত ঘোষ বলেন আমরাও যাব তার বাড়িতে। তিনি অভিযোগ করেন, প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ মন্ত্রীর উপর কার্যত আঙুল তুললেন তিনি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News