Paschim Bardhaman: দুর্গাপুরে সরকারি ভবনে আগুন, গুরুত্বপূর্ণ নথি নষ্টের পিছনে ষড়যন্ত্র অভিযোগ

Paschim bardhaman, Durgapur, fire,

ভোররাতের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি (ADDA) ভবন। পশ্চিম বর্ধমান জেলার দুটি পুরনিগম এলাকা উন্নয়নের গুরুত্বপূর্ণ নথি নষ্ট। এর জেরে তীব্র উত্তেজনা রাজ্যের খনি ও শিল্পাঞ্চলে।

এডিডিএ অর্থাৎ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ আগুন ধরে। দুর্গাপুরের সর্বাধিক গুরুত্বপূর্ণ এলাকা সিটি সেন্টারের এডিডিএ দপ্তর ছড়িয়ে পড়ে বিধ্বংসী আগুন।নিরাপত্তারক্ষীদের কাছ থেকে খবর পেয়ে আসে দমকল। আগুন নেভানোর কাজ শুরু হয়।এডিডিএ দপ্তরের একটি তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে কেউ জখম হননি।
এই ঘটনার পর উঠছে প্রশ্ন, কেন বারবার কলকাতা ও জেলার বিভিন্ন সরকারি দফতরে আগুন লাগছে? নথি পুড়ে নষ্ট হচ্ছে এর দায় কার।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন