Paschim Bardhaman: মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

Mallay Ghatak, Labor Minister of West Bengal, Appears in Court for Coal Scam Case

কয়লা পাচার (Coal Scam) মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়িয়ে গেছেন তিনি। বুধবার মন্ত্রী মলয় ঘটকের (Molay Ghatak) বাড়িতে হানা সিবিআইয়ের (CBI)৷ পশ্চিম বর্ধমানের আসানসোলের আকতার রোড গার্ডেন এবং জেলিডাঙায় মন্ত্রীর দু’টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এমনটাই জানা যাচ্ছে।

Advertisements

সিবিআই সূত্রে খবর, সকাল বেলাতেই উপস্থিত হয় সিবিআইয়ের বিরাট দল৷ দুটি ভাগে ভাগ হয়ে চলছে অভিযান৷ সূত্রের খবর, মন্ত্রীর পরিবারের লোকেরা যাতে বাইরে যোগাযোগ করতে না পারে সেজন্য সমস্ত ফোন নিয়ে নেওয়া হয়েছে৷

   

সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার মামলায় এর আগে একাধিক জনকে গ্রেফতার করে সিবিআই। তারা এখন আসানসোল জেলে৷ গতকাল কয়লাপাচার মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পায় সিবিআই৷ সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই আজ আসানসোল জুড়ে বিরাট অভিযানে সিবিআই৷

Advertisements

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, আসানসোলে মলয় ঘটক, তাঁর ভাই ও আত্মীয়দের বাড়ি চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সিবিআইয়ের বিরাট বাহিনী একযোগে একাধিক জায়গায় আজ অভিযান চালাবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই কলকাতা থেকে আসানসোলে উপস্থিত হয়েছে বিরাট বাহিনী৷ আজ মন্ত্রীর ঘনিষ্ঠরা সিবিআইয়ের নজরে আসতে চলেছেন বলে জানা যাচ্ছে।