Paschim Bardhaman: দিল্লিতে দেখে নেবেন মমতা, একশ দিনের কাজের টাকা আনতে রাজধানীতে মিছিল

দিল্লি গিয়ে মিছিলের ডাক দিলেন মু়খ্যমন্ত্রী। অভিযোগ, কেন্দ্র সরকার একশ দিনের কাজের টাকা দিচ্ছে না। ফলে মোদী সরকারের বিরুদ্ধে রণংদেহী মেজাজ মমতার। রবিবার (Paschim Bardhaman)…

mamata banerjee Paschim Bardhaman: দিল্লিতে দেখে নেবেন মমতা, একশ দিনের কাজের টাকা আনতে রাজধানীতে মিছিল

দিল্লি গিয়ে মিছিলের ডাক দিলেন মু়খ্যমন্ত্রী। অভিযোগ, কেন্দ্র সরকার একশ দিনের কাজের টাকা দিচ্ছে না। ফলে মোদী সরকারের বিরুদ্ধে রণংদেহী মেজাজ মমতার। রবিবার (Paschim Bardhaman) পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না।

তিনি বলেছেন ডিসেম্বর থেকে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। এটা আমাদের প্রাপ্য। নোংরা রাজনীতি করছে কেন্দ্র। পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না। এরপরেই দলের নেতাদের এবিষয়ে আন্দোলনে নামার পরামর্শ দেন তিনি।

   

মুখ্যমন্ত্রী বলছেন, আগামী ৫ ও ৬ জুন রাজ্যের প্রতি ব্লকে আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। দলের সব শাখা সংগঠন সেই আন্দোলন করবে। হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি না বদলালে রাজ্য থেকে দিল্লিতে গিয়ে আন্দোলন করবে।

তিনি জানান, একশো দিনের কাজের বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। গত চার মাসে ওই তহবিল থেকে রাজ্যের প্রাপ্য বাবদ প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে কোনও উত্তর না মেলায় এবার দিল্লি গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা।