Paschim Bardhaman: বন্ধ ঘরে কাবুলিওয়ালার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য দুর্গাপুরে

দীর্ঘ সময় ধরে বসবাস করতেন ভারতে, এমনই এক আফগান নাগরিকের খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে (Durgapur) খুন করা হয়েছে এক (Kabuliwala)…

Paschim Bardhaman: বন্ধ ঘরে কাবুলিওয়ালার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য দুর্গাপুরে

দীর্ঘ সময় ধরে বসবাস করতেন ভারতে, এমনই এক আফগান নাগরিকের খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে (Durgapur) খুন করা হয়েছে এক (Kabuliwala) কাবুলিওয়ালাকে। তদন্তে নেমেছে পুলিশ। নিহতের নাম আজম খান।

দুর্গাপুরের বেনাচিতি বাজারের কাইজার লেনের বাড়িতে ভাড়া থাকতেন বেশ কয়েকজন আফগানি। তারা কাবুলিওয়ালা বলেই পরিচিত। তারা মূলত টাকা ধার দেওয়া ও সুদের কারবার করেন। এদেরই একজন আজম খানকে শুক্রবার রাতে খুন করা হ়য।

জানা গিয়েছে বন্ধ ঘরের মধ্যে ওই কাবুলিওয়ালার দেহ মিলেছে। দুর্গাপুর থানার পুলিশ বাড়ির তালা ভেঙে আজম খানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

Advertisements

এদিকে খুনের ঘটনার পর থেকেই পলাতক তাদের রাঁধুনি। ভবনটির অন্যান্য আবাসিকরা জানান, পলাতক ওই ব্যক্তির বাড়ি বাঁকুড়া জেলার বড়জোড়ায়। তার খোঁজ পেতে বাঁকুড়া জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে পশ্চিম বর্ধমান জেলার পুলিশ।