Debangshu Bhattacharya: টিএমসি নেতা-কর্মীদের দলত্যাগ প্রসঙ্গে বিস্ফোরক তথ্য ফাঁস দেবাংশুর

Debangshu Bhattacharya Exposes Shocking Defection of TMC Leaders and Workers, Discloses Insider Information

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছিল জেলায় জেলায়৷ সেই যোগদানের হিড়িক পঞ্চায়েত নির্বাচনের আগেও লেগেছে। তবে তালিকায় শুধুমাত্র বিজেপি নেই৷ যুক্ত হয়েছে বাম কংগ্রেসও৷ যা নিয়ে এবার মুখ খুলে দলকেই বিড়ম্বনায় ফেললেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

শনিবার স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন দেবাংশু৷ সেখানে তিনি বলেন, প্রতিদিন খবর হচ্ছে, কোনও না কোনও জেলা থেকে তৃণমূল কর্মীরা বিজেপি, কংগ্রেস অথবা সিপিএমে যোগদান করছে। কখনও জেলা পরিষদের সদস্য, কখনও পঞ্চায়েত সমিতির সদস্যরা যোগদানে অংশগ্রহণ করছেন৷ যে জেলায় যে দলের প্রভাব বেশী সেই জেলায় দলবদলের হিড়িক লেগে রয়েছে।

   

এবার দেবাংশু বলেন, কারা যোগ দিতে চাইছে একবার খোঁজ নিয়ে দেখুন৷ যারা এত দিন ধরে চুরি করেছে, যারা টিকিট পাবে না৷ তাঁরা যোগদান করছে। খোঁজ নিয়ে দেখুন কি পরিমাণ চুরি দুর্নীতি করেছে, তাই অন্য দলে গিয়ে এখন যোগদান করছে। দেবাংশুর প্রশ্ন, চারজন তৃণমূল ছাড়ল এটা গুরুত্বপূর্ণ? নাকি চার জন চোর তৃণমূল ছাড়ল এটা গুরুত্বপূর্ণ। তৃণমূল যেটাকে পটি হিসেবে বের করে দিচ্ছে, কিছু মানুষ সেটাকে বাটি নিয়ে তুলে নিচ্ছে।

প্রসঙ্গত, এই মুহুর্তে দুর্নীতিতে জেরবার তৃণমূল। দলের নেতাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে৷ বাদ পড়েননি নীচু তলার কর্মীরা। জেলেও রয়েছেন অনেকে। পঞ্চায়েত নির্বাচনের আগে যা তৃণমূলের জন্য বাড়তি অস্বস্তির কারণ৷ এখন দলবদলু নেতাদের চোর বলে দলেরই অস্বস্তি বাড়ালেন না তো দেবাংশু? প্রশ্ন উঠছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন