Partition of Bengal: মাধ্যমিকের মাঝে বনধ করতে দেব না, পাহাড়ে বার্তা পাঠালেন মমতা

(Mamata Banerjee) বার্তা, বনধ করতে দেব না। দার্জিলিং জেলাতেই মুখ্যমন্ত্রী বলেন, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি প্রশাসনের পক্ষ থেকে যদি কেউ বঙ্গ-ভঙ্গ (Partition of Bengal) নিয়ে আন্দোলন করতে যায়, আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু আইন মেনে চলতে হবে।

Mamata Banerjee

পাহাড়ে মাঝে মধ্যে কেউ কেউ জাগে। গোর্খাল্যান্ড (Gorkhaland) দাবিতে বনধ ডাকা বিনয় তামাং (Binoy tamang), অজয় এডওয়ার্ডদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা, বনধ করতে দেব না। দার্জিলিং জেলাতেই মুখ্যমন্ত্রী বলেন, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি প্রশাসনের পক্ষ থেকে যদি কেউ বঙ্গ-ভঙ্গ (Partition of Bengal) নিয়ে আন্দোলন করতে যায়, আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু আইন মেনে চলতে হবে। আইন যদি কেউ হাতে নেন তাহলে গভর্নমেন্ট তাকে রেয়াত করবে না।

শিলিগুড়ি থেকে এভাবেই গোর্খাল্যান্ডের দাবিদার নেতাদের বনধ বিরোধী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২৩ তারিখ থেকে মাধ্যমিক শুরু হচ্ছে। আমরা বনধ মানব না। একদা ঘনিষ্ঠ বিনয় তামাং, অজয় এডওয়ার্ডদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা প্রশাসন বনধ রুখবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিধানসভায় রাজ্য ভাগের বিরোধিতায় প্রস্তাব পাশ হওয়ার পর গোর্খাল্যান্ড চাই দাবি তুলে বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৩ তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ১২ ঘণ্টার বনধ হবে। সেই দিন থেকেই শুরু হচ্ছে মা়ধ্যমিক। বনধের খবর পেয়েই মাধ্যমিক পর্ষদ সভাপতি সরাসরি বিনয় তামাংয়ের সাথে যোগাযোগ করেন। পর্ষদ সভাপতি জানান, দুই জেলার পার্বত্য এলাকায় ৯ হাজার পরীক্ষার্থী আছে। তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন তা নিশ্চিত করুন। বিনয় তামাং বলেন, বনধ হবে কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা কোনও অসুবিধার মধ্যে পড়বেন না।  গোর্খাল্যান্ড ইস্যুতে বনধে অনড় থাকার পর বিনয় তামাংকে কড়া বার্তা দিলেন মমতা। তিনি বলেন, বনধ বিরোধিতা করি। প্রশাসন তৈরি থাকবে।

গরম পড়ার আগেই গরম হয়ে যাচ্ছে পরিস্থিতি। রাজ্য ভাগ, পৃথক উত্তরবঙ্গ গঠন নিয়ে বিতর্ক বড় আকার নিতে চলল। গোর্খাল্যান্ড ইস্যুতে বিনয় তামাংয়ের বনধ আহ্বানের পর পাহাড়ের রাজনৈতিক দলগুলি কী অবস্থান নেয় তাও লক্ষনীয়। পাহাড়ে তথা জিটিএতে ক্ষমতাসীন অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, বিমল গুরংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি সহ জিএনএলএফ, অখিল ভারতীয় গোর্খা লিগ এখনও কিছু জানায়নি।