আনিস ইস্যুতে পরিবারকে মমতার ওপর ভরসা রাখার আর্জি পার্থর

আনিস খানের খুনের তদন্ত সিবিআই দিয়ে করাতে চায় পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় হস্তক্ষেপ করেন। গঠন করা হয় সিট। তবুও পুলিশে আস্থা নেই আনিসের…

আনিস খানের খুনের তদন্ত সিবিআই দিয়ে করাতে চায় পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় হস্তক্ষেপ করেন। গঠন করা হয় সিট। তবুও পুলিশে আস্থা নেই আনিসের বাবার। পরিবারকে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখার অনুরোধ জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। 

Advertisements

মঙ্গলবার দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে একথা বলেন পার্থ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এই ঘটনায় সিট গঠন করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে পদক্ষেপ নিতে শুরু করেছে। আনিসের পরিবারকে অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখার। এছাড়া এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা হবে এবং আসল অপরাধীদের খুঁজে বার করা হবে বলেও জানান তিনি।

   

গত শুক্রবার নিজের বাড়ির তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় ছাত্র নেতা আনিস খানের। আনিসের বাবার অভিযোগ, ওই রাতে তিনজন পুলিশের পোশাকে এসে বন্দুক ঠেকিয়ে বাড়িতে জোর করে ঢুকে পড়ে। তারা বেরিয়ে যাওয়ার পরই তিনতলা থেকে পড়ে যায় সে। এই কারণে পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না আনিসের বাবা। তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সিবিআই তদন্তের দাবি জানাবেন। মঙ্গলবার সিট তাঁর বাড়িতে গেলে বয়ান দিতে অস্বীকার করেন সেলিম খান। পরিস্কার জানিয়ে দেন, সিবিআই বা কোর্টকেই জবাবদিহি করবেন।