কলকাতা: বেশ কিছু দিন ধরেই অসুস্থ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এসএসকেএম-এ চিকিৎসা চলছিল তাঁর৷ কিন্তু, সরকারি হাসপাতালে সম্পূর্ণ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি৷ তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তির অনুমতি দিল বিশেষ সিবিআই আদালত৷ মঙ্গলবার তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে নিজের ঝুঁকিতে এবং নিজের খরচে চিকিৎসা করাতে হবে তাঁকে। নির্দেশ বিচারকের। (partha chatterjee to be shifted private hospital)
এসএসকেএম-এ যথাযথ চিকিৎসা পাচ্ছেন না partha chatterjee to be shifted private hospital
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় আদালতে জানিয়েছিলেন, তিনি এসএসকেএম-এ যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো অনুমতি চেয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আদালত।
শ্বাসকষ্টের সমস্যা partha chatterjee to be shifted private hospital
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রেসিডেন্সি জেলের ভিতরেই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়৷ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর৷ তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়৷ বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার আবেদন জানাতেই এসএসকেএম হাসপাতাল থেকে রিপোর্ট তলব করে পার্থের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চায় আদালত। মঙ্গলবার আদালতে সেই রিপোর্ট জমা করা হয়। রিপোর্টে অবশ্য জনানো হয়েছে, আগের চেয়ে পার্থের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে কিছু সমস্যা এখনও রয়েছে৷ সংক্রমণও রয়েছে। রিপোর্ট দেখার পরেই বিচারক তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ায় অনুমতি দেন। সেই সঙ্গে আদালত এও জানিয়ে দেয় যে, চিকিৎসার খরচ তাঁকেই বহন করতে হবে৷
বেসরকারি হাসপাতালেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের উপরেই। কমিশনারকেও এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রাতেও সমস্যা রয়েছে পার্থের। পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাতেও গোলমাল রয়েছে৷
West Bengal: Former minister Partha Chatterjee, accused in the teacher recruitment scam, is allowed private hospital treatment by the CBI court. He complained of inadequate care at SSKM. The court directs treatment at his own risk and expense.