প্রায় সাড়ে তিন বছর পর মিলেছে মুক্তি৷ বাড়ি ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে বহু প্রতীক্ষার পর নিজের নাকতলার বাড়িতে ফিরেও যেন অন্ধকার ছায়া থেকে বেরিয়ে আসতে পারলেন না। দীর্ঘ বন্দিদশা শেষে পরিবারের সঙ্গ পেলেও ঘুম ফিরল না চোখে। বুধবার সকালে সাংবাদিকদের সামনে এসে পার্থ বলেন, “ঘুম হয়নি সারারাত। চেয়ারেই বসেছিলাম। জেলে এতদিন চেয়ারে বসেই রাত কেটেছে, এখন অভ্যেস হয়ে গিয়েছে।”
২০২২ সালে গ্রেফতার
২০২২ সালের জুলাই মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় তিন বছর পর আদালতের নির্দেশে মুক্তি পান তিনি। সংশোধনাগারের দিনগুলি যেন এখনও রয়ে গিয়েছে তাঁর মধ্যে— এমনই ইঙ্গিত মিলল বুধবার সকালে তাঁর কথায়।
বাড়ি ফেরার পর সকালে ঠাকুরপ্রণাম সেরে পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান প্রাক্তন শিক্ষামন্ত্রী। দীর্ঘদিন পর দেখা হয় দলের কিছু পুরনো সহকর্মীর সঙ্গেও। তবে শরীরের ক্লান্তি এবং মানসিক চাপ এখনও স্পষ্ট ছিল তাঁর মুখে।
আবেগ প্রবণ পার্থ partha chatterjee spent nights in a chair
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে পার্থ বলেন, “মন্ত্রী হিসেবে সবসময় সততার সঙ্গে কাজ করেছি। জীবনে হয়তো কোথাও ভুল হয়ে থাকতে পারে, কিন্তু ইচ্ছে করে অন্যায় করিনি।” কথার মাঝে খানিক আবেগও প্রকাশ করেন তিনি।
প্রিয় পোষ্যদের সঙ্গেও সময় কাটান পার্থ। নাকতলার বাড়িতে বুধবার সকালে তাঁকে দেখে স্বস্তি পেয়েছেন পরিবার ও ঘনিষ্ঠরা। যদিও তাঁর মুখে এখনও ক্লান্তি, কিন্তু দীর্ঘ বন্দিদশা শেষে মুক্ত বাতাসে ফিরে একপ্রকার নতুন শুরুর ইঙ্গিতই রাখলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।


